পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপের আগে ফর্মে ফেরার জন্য IPL আদর্শ টুর্নামেন্ট : রোহিত - cricket

IPL ফাইনালের আগে সাংবাদিক বৈঠক করে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা বলেন, "বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের প্রস্তুতি এবং ফর্মে ফেরার জন্য IPL আদর্শ টুর্নামেন্ট ।"

By

Published : May 12, 2019, 5:42 PM IST

হায়দরাবাদ, 12 মে : "বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের প্রস্তুতি এবং ফর্মে ফেরার জন্য IPL আদর্শ টুর্নামেন্ট ।" IPL ফাইনালের আগে সাংবাদিক বৈঠক করে একথা বললেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা । উদাহরণ হিসেবে তুলে ধরলেন হার্দিক পান্ডিয়ার নাম ।

চোট সারিয়ে IPL-এ কামব্যাক করা জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে রোহিত বলেন, "দলের ক্রিকেটারদের ফিটনেস তদারকির জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থাকলেও বিষয়টি আমি তাঁদের উপরই ছেড়ে দিয়েছিলাম ।"

বুমরাকে নিয়ে এরপর আলাদাভাবে রোহিত বলেন, "ও এমন একজন ক্রিকেটার যে ফর্মে থাকার জন্য সবসময় খেলার মধ্যে থাকতে চায় । আমরা ওকে বলেছিলাম ও যখন চাইবে বিশ্রাম নিতে পারবে ।" হার্দিকের বিষয়ে তিনি বলেন, "এখনও পর্যন্ত হার্দিকের কোনও ফিটনেস সংক্রান্ত সমস্যা তৈরি হয়নি।"

রোহিত আরও বলেন, "ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় । হার্দিক কিংবা বুমরা সত্যিই দারুণ ফর্মে রয়েছে । আমার মনে হয় IPL-এর মতো টুর্নামেন্ট বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে ফর্মে ফেরার আদর্শ মঞ্চ । হার্দিক পান্ডিয়া তাঁর সবচেয়ে বড় উদাহরণ।"

চলতি IPL-এ ব্যাট ও বল হাতে মুম্বইয়ের হয়ে ভালো পারফরমেন্স করেছেন হার্দিক । 193 স্ট্রাইক রেটে 15 ম্যাচে অল-রাউন্ডারের ব্যাট থেকে এসেছে 386 রান । পাশাপাশি বল হাতেও 14 উইকেট নিয়েছেন পান্ডিয়া ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details