রাঁচি, 24 জানুয়ারি : অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ঐতিহাসিক জয়ে মজে গোটা দেশ ৷ রোজই অস্ট্রেলিয়া সফর সংক্রান্ত নিত্যনতুন খবর সামনে আসছে ৷ সেসব চেটেপুটে উপভোগ করছে ক্রিকেটপ্রেমীরা ৷ আর এই সময়ে কী করছেন দেশে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ? আসলে এসব থেকে শত ক্রোশ দূরে দেশের মাহি ৷ বাইশ গজ ছেড়ে নিজের বাগানে চারা লাগাতে ব্যস্ত বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷
গতবছর জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর চাষবাসে মন দিয়েছেন ধোনি ৷ নিজের ফার্মহাউজ়ে বিভিন্ন সবজি ও ফলের চাষ করছেন ৷ তাঁর বাগানের সবজি, ফল এখন বাইরের দেশে রপ্তানি হচ্ছে ৷ এসব তথ্য ধোনি-অনুরাগীদের জানা ৷ কিছুদিন আগেই নিজের বাগানের স্ট্রবেরি গাছ থেকে তুলে খাওয়ার ভিডিয়ো পোস্ট করেছিলেন ধোনি ৷ এবার দেখা গেল নিজের হাতে বাগানে গাছ রোপণ করছেন ৷ এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনির এক বন্ধু ৷