পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কাশ্মীরে রেজিমেন্টে যোগ দিলেন ধোনি - Indian Army

15 অগাস্ট পর্যন্ত নিজের রেজিমেন্টের সঙ্গে থাকবেন মহেন্দ্র সিং ধোনি ৷ বিভিন্ন দায়িত্ব পালন করবেন ৷

ধোনি

By

Published : Aug 1, 2019, 7:09 AM IST

Updated : Aug 1, 2019, 7:51 AM IST

শ্রীনগর, 1 অগাস্ট : কাশ্মীরে নিজের রেজিমেন্টে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেনার এক আধিকারিক জানান, 15 অগাস্ট পর্যন্ত 106 TA ব্যাটেলিয়নের (প্যারা) সঙ্গে থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ নিজের রেজিমেন্টের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করবেন ৷

ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনন্ট কর্নেল ৷ রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ বর্তমানে ভিক্টর ফোর্সের অংশ হিসেবে ধোনির রেজিমেন্টকে দক্ষিণ কাশ্মীরে মোতায়েন করা হয়েছে ৷ গতকাল নিজের রেজিমেন্টে যোগ দেন ধোনি ৷ তারপর এক আধিকারিক বলেন, "লেফটেনন্ট কর্নেল আজ (বুধবার) এখানে পৌঁছেছেন ও ইউনিটে যোগ দিয়েছেন ৷"

এই সংক্রান্ত আরও খবর :ট্রেনিং নেবেন, কাশ্মীরে টহলও দেবেন ধোনি

নিজের রেজিমেন্টের সঙ্গে দু'সপ্তাহ কাটাতে চেয়ে সেনা হেডকোয়ার্টার্সে আবেদন জানান ধোনি ৷ গত সপ্তাহে ধোনির সেই আবেদন মঞ্জুর হয় ৷ রেজিমেন্টের অন্য জওয়ানদের মতো ধোনি দিন কাটাবেন ৷ বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নেবেন ৷ রেজিমেন্টের সঙ্গে থাকবেন ৷ টহল দেবেন ৷

এই সংক্রান্ত আরও খবর :সুরক্ষার দরকার নেই, ধোনি সাধারণ নাগরিকদের রক্ষা করবেন : সেনাপ্রধান

Last Updated : Aug 1, 2019, 7:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details