পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

উপযুক্ত বিদায় সংবর্ধনা ধোনির প্রাপ্য : কুম্বলে - Anil Kumble Asks Selectors To Plan For T20 World Cup

মহেন্দ্র সিং ধোনির উপযুক্ত বিদায় সংবর্ধনা ধোনির প্রাপ্য ৷ বললেন অনিল কুম্বলে ৷

ধোনি

By

Published : Sep 8, 2019, 9:35 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলছে ৷ আগামী বছর T-20 বিশ্বকাপে তিনি খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে ৷ তবে, নির্বাচক বা ধোনির সিদ্ধান্ত যাই হোক না কেন প্রাক্তন ভারতীয় অধিনায়ককে সঠিকভাবে বিদায় জানানো উচিত বলে মন্তব্য অনিল কুম্বলের ৷

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন লেগ স্পিনার বলেন, "যখনই ধোনি খেলা থেকে সরে যেতে চায়, ধোনিকে যথাযথ বিদায় সংবর্ধনা দেওয়া উচিত ৷ এটা ধোনির প্রাপ্য ৷" যদিও ধোনি আদৌও পরের বছর কুড়ি ওভারের বিশ্বকাপ দলে থাকবেন কি না, তা নিয়ে ধন্দে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷

ফের কবে ধোনিকে ভারতের জার্সিতে দেখা যাবে, তা নিয়েই চলছে জল্পনা

2019 সালের বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে মাঠে নামেননি ধোনি ৷ বোর্ডের থেকে ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ তাঁর পরিবর্তে উইকেট রক্ষা করেছিলেন ঋষভ পন্থ ৷ BCCI সূত্রে খবর, সাদা বলে আপাতত পন্থই ভারতের প্রথম পছন্দ ৷ ছুটির কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন T-20 সিরিজ়েও মহেন্দ্র সিং ধোনি দলে নেই বলে জানিয়েছেন নির্বাচকরা ৷ কিন্তু, কবে ধোনি ফের দলে ফিরবেন সেই সদুত্তর দিতে পারেননি তাঁরা ৷ উলটে জানিয়েছেন, ধোনির সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি ৷ ফলে আগামী বছর কুড়ি ওভারের বিশ্বকাপের দলে ধোনির থাকা নিয়ে জল্পনা যেমন বাড়ছে তেমনই দলের সম্ভাব্য প্রথম একাদশ তৈরি হচ্ছে না ৷ যা 2019 সালের বিশ্বকাপের মতো ভারতকে ভোগাতে পারে বলে মত বিশেষজ্ঞদের ৷ তাই সম্ভাব্য একাদশ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেন অনিল কুম্বলে ৷

অনিল কুম্বলে

তিনি বলেন, "দলের স্বার্থে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্বাচকদের আলোচনায় বসা উচিত ৷ বিষয়গুলি সঠিকভাবে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিশ্বকাপ মাত্র এক বছর দূরে ৷ সেখানে সম্ভাব্য একাদশ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের ৷ " বড়় টুর্নামেন্টের আগে সম্ভাব্য একাদশ গুছিয়ে না নেওয়ার খেসারত ভারতকে 50 ওভারের বিশ্বকাপে দিতে হয়েছে বলে বক্তব্য কুম্বলের ৷ তাঁর কথায়, "বিশ্বকাপের সময় পর্যন্ত একাধিক পরিবর্তন করা হয়েছিল ৷ চার নম্বরে কাকে খেলানো হবে তা নিয়ে নিশ্চয়তা ছিল না ৷ বিশ্বকাপজুড়েই আমরা চিন্তা করলাম, কে চার নম্বরে খেলবে ৷ কিন্তু, T-20 বিশ্বকাপে এরকম চাই না আমরা ৷ বিশ্বকাপের প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য ঠিক করে দেওয়া উচিত ৷ প্রতিটি জায়গার জন্য যেন উপযুক্ত পরিবর্ত তৈরি রাখা হয় ৷ "

ফের কবে ধোনিকে ভারতের জার্সিতে দেখা যাবে, তা নিয়েই চলছে জল্পনা

ABOUT THE AUTHOR

...view details