কলকাতা, 31 মার্চ : বিশ্বকাপার অভিজিৎ সরকার, রহিম আলির পরে এবার নিরন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন মোহনবাগানের ফুটবলার শেখ সাহিল । এলাকার দুস্থ মানুষের হাতে চাল-ডাল-আলু তুলে দেন তিনি । পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও ।
ব্যারাকপুরের বাসিন্দা শেখ সাহিল বলেছেন, “এই কঠিন পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে । একটা ম্যাচ জেতার জন্য যেমন 11 জনের লড়াইয়ের প্রয়োজন হয় তেমনই সম্মিলিত লড়াইয়ে লুকিয়ে থাকে বাঁচার মন্ত্র । তাই একজন মানুষ হিসেবে এই সাহায্য করা জরুরি ছিল ।“ তাই করেছেন এই মোহনবাগানের প্রতিভাবান মিডফিল্ডার । সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও । নৈহাটির মেয়ে ঐহিকা কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জিতেছেন । মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের উদ্দেশে নৈহাটি পুরসভার চেয়ারম্যানের হাতে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন তিনি ।