পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুস্থদের পাশে মোহনবাগানের শেখ সাহিল, অর্থসাহায্য ঐহিকার - East Bengal

নিরন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন মোহনবাগানের ফুটবলার শেখ সাহিল । এলাকার দুস্থ মানুষের হাতে চাল-ডাল-আলু তুলে দেন তিনি  । পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও ।

Mohunbagan footballer seikh sahil and tt player oihika mukherjee help poor people in lockdown
Mohunbagan footballer seikh sahil and tt player oihika mukherjee help poor people in lockdown

By

Published : Mar 31, 2020, 11:40 PM IST

কলকাতা, 31 মার্চ : বিশ্বকাপার অভিজিৎ সরকার, রহিম আলির পরে এবার নিরন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন মোহনবাগানের ফুটবলার শেখ সাহিল । এলাকার দুস্থ মানুষের হাতে চাল-ডাল-আলু তুলে দেন তিনি । পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও ।

ব্যারাকপুরের বাসিন্দা শেখ সাহিল বলেছেন, “এই কঠিন পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে । একটা ম্যাচ জেতার জন্য যেমন 11 জনের লড়াইয়ের প্রয়োজন হয় তেমনই সম্মিলিত লড়াইয়ে লুকিয়ে থাকে বাঁচার মন্ত্র । তাই একজন মানুষ হিসেবে এই সাহায্য করা জরুরি ছিল ।“ তাই করেছেন এই মোহনবাগানের প্রতিভাবান মিডফিল্ডার । সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও । নৈহাটির মেয়ে ঐহিকা কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জিতেছেন । মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের উদ্দেশে নৈহাটি পুরসভার চেয়ারম্যানের হাতে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন তিনি ।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আগেও সাহায্য করা হয়েছিল । ময়দানের মাঠকর্মীদের হাতে খাবার তুলে দেওয়ার পরে মঙ্গলবার নবান্নে গিয়েছিলেন লাল-হলুদের প্রতিনিধিরা । সেখানকার কর্মীদের হাতে খাবার তুলে দেন তাঁরা । পাশাপাশি এলাকা পরিষ্কারের কাজেও হাত লাগান তাঁরা । এছাড়া মহমেডানের কার্যকরী কমিটির সদস্য ইস্তিয়াক আহমেদ দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ।

মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে শতাব্দী প্রাচীন উয়াড়ি ক্লাব দু’লাখ টাকা দান করার কথা ঘোষণা করেছে । আজ CAB-র অ্যাপেক্স কমিটির সদস্য ও প্রাক্তন মহিলা টেস্ট ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায় 10 হাজার টাকা দান করেন । CAB-র মেডিকেল ইউনিটের সদস্যরাও অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন ।

ABOUT THE AUTHOR

...view details