হায়দরাবাদ, 21 নভেম্বর : বাবার শেষকৃত্যে যোগ দেওয়া হল না ভারতীয় পেসার মহম্মদ সিরাজের ৷ ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে শুক্রবার হায়দরাবাদে মারা যান তাঁর বাবা মহম্মদ ঘাউস। বয়স হয়েছিল 53 বছর ৷ কিন্তু, এই সময় ভারতীয় দলের হয়ে অজ়িদের বিরুদ্ধে খেলার জন্য অস্ট্রেলিয়ায় আছেন সিরাজ ৷
সিরাজের যখন 7 বছর বয়স, তখন তাঁর বড় দাদার মৃত্যু হয় ৷ তাঁর বাবার মৃত্যু হওয়ায় পরিবারে আর শুধু রইলেন তাঁর মা শাবানা দেবী ৷ ভারতীয় দলের সঙ্গে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করছিলেন সিরাজ ৷ অনুশীলন শেষে তাঁকে তাঁর বাবার মৃত্যু সংবাদ দেওয়া হয় ৷