পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পিতার মৃত্য়ুবার্ষিকীতে আবেগপ্রবণ মহম্মদ শামি - তৌসিফ আলি

বাবার মৃত্য়ুবার্ষিকীতে আবেগপ্রবণ মহম্মদ শামি ৷ সোশ্য়াল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের মনের অনুভূতি প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের এই পেসার ৷ যেখানে তাঁর প্রার্থনা, ঈশ্বর তাঁকে ততটা মনের জোর দিক, ঠিক যতটা তাঁর বাবা তাঁকে দিতেন ৷ 2017 সালের 26 জানুয়ারি মহম্মদ শামির বাবা মারা যান ৷

mohammed-shami-paid-an-emotional-tribute-to-his-father-tousif-ali-in-a-post-on-social-media
পিতার মৃত্য়ুবার্ষিকীতে আবেগপ্রবণ মহম্মদ শামি

By

Published : Jan 27, 2021, 2:54 PM IST

আমরোহা (উত্তরপ্রদেশে), 27 জানুয়ারি : পিতার মৃত্য়ুবার্ষিকীতে আবেগপ্রবণ ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ গতকাল রাতে পিতা তৌসিফ আলির সম্মানে সোশ্য়াল মিডিয়ায় দু’জনের একটি ছবি পোস্ট করেন তিনি ৷ সেখানে আবেগপ্রবণ শামির প্রার্থনা, ঈশ্বর তাঁকে ততটা মনের জোর দিক, ঠিক যতটা তাঁর বাবা তাঁকে দিতেন ৷ 2017 সালের 26 জানুয়ারি মহম্মদ শামির বাবা মারা যান ৷

মঙ্গলবার শামির বাবার মৃত্য়ুর 4 বছর পূরণ হয়েছে ৷ বাবার মৃত্য়ুবার্ষিকীতে শোকাচ্ছন্ন শামি সোশ্য়াল মিডিয়ায় বাবা তৌসিফ আলির স্মরণে একটি আবেগঘন পোস্ট করেন ৷ যেখানে তিনি লেখেন, ‘‘আজকে চার বছর পূর্ণ হয়ে গেল ৷ যদি আরও একবার তোমাকে দেখতে পেতাম, দরজা দিয়ে তুমি হেঁটে আসছ, কিন্তু আমি জানি তা সম্ভব নয় ৷ আমি জানি তুমি আমার চোখের জল অনুভব করো এবং তুমি চাওয়া না আমি কখনও কাঁদি ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা আমাকে ততটা মনের জোর দিক, ঠিক যতটা তুমি আমাকে সবসময় দিতে ৷ তোমার ছেলে হিসেবে গর্ববোধ করি ৷ তোমার অভাববোধ করি, তোমাকে খুব ভালবাসি বাবা ৷’’

আরও পড়ুন : সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হন ভারতীয় ক্রিকেটাররা, মেনে নিল অস্ট্রেলিয়া

বর্তমানে হাতের হাঁড়ে চিড় ধরায় জাতীয় দল থেকে বাইরে রয়েছেন শামি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্য়াডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্য়াট করার সময় তাঁর হাতে বল লাগে ৷ এরপর গোটা সিরিজ থেকে ছিটকে যান ভারতের এই পেস বোলার ৷ ঘরের মাঠে আসন্ন ইংল্য়ান্ড সিরিজেও তিনি নেই ৷

ABOUT THE AUTHOR

...view details