আমরোহা (উত্তরপ্রদেশে), 27 জানুয়ারি : পিতার মৃত্য়ুবার্ষিকীতে আবেগপ্রবণ ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ গতকাল রাতে পিতা তৌসিফ আলির সম্মানে সোশ্য়াল মিডিয়ায় দু’জনের একটি ছবি পোস্ট করেন তিনি ৷ সেখানে আবেগপ্রবণ শামির প্রার্থনা, ঈশ্বর তাঁকে ততটা মনের জোর দিক, ঠিক যতটা তাঁর বাবা তাঁকে দিতেন ৷ 2017 সালের 26 জানুয়ারি মহম্মদ শামির বাবা মারা যান ৷
মঙ্গলবার শামির বাবার মৃত্য়ুর 4 বছর পূরণ হয়েছে ৷ বাবার মৃত্য়ুবার্ষিকীতে শোকাচ্ছন্ন শামি সোশ্য়াল মিডিয়ায় বাবা তৌসিফ আলির স্মরণে একটি আবেগঘন পোস্ট করেন ৷ যেখানে তিনি লেখেন, ‘‘আজকে চার বছর পূর্ণ হয়ে গেল ৷ যদি আরও একবার তোমাকে দেখতে পেতাম, দরজা দিয়ে তুমি হেঁটে আসছ, কিন্তু আমি জানি তা সম্ভব নয় ৷ আমি জানি তুমি আমার চোখের জল অনুভব করো এবং তুমি চাওয়া না আমি কখনও কাঁদি ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা আমাকে ততটা মনের জোর দিক, ঠিক যতটা তুমি আমাকে সবসময় দিতে ৷ তোমার ছেলে হিসেবে গর্ববোধ করি ৷ তোমার অভাববোধ করি, তোমাকে খুব ভালবাসি বাবা ৷’’