পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পন্থ-পূজারাদের অভিপ্রায় ও দৃঢ় সংকল্পকে কুর্নিশ মোদির, শুভেচ্ছা মমতারও

ভারতীয় দলের এই সম্মিলিত প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

By

Published : Jan 19, 2021, 3:34 PM IST

পন্থ-পূজারাদের অভিপ্রায় ও দৃঢ় সংকল্পকে কুর্নিশ মোদির, শুভেচ্ছা মমতারও
পন্থ-পূজারাদের অভিপ্রায় ও দৃঢ় সংকল্পকে কুর্নিশ মোদির, শুভেচ্ছা মমতারও

দিল্লি, 19 জানুয়ারি : আবেগ, অভিপ্রায় এবং দৃঢ় সংকল্প, শক্তি, প্যাশন ৷ অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরি গড়া ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে এমনই সব শব্দ প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেছেন, ভারতীয় দলের এই সাফল্যে দেশবাসী খুব খুশি ৷

দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড় অনুপস্থিত ৷ শুধুমাত্র তরুণদের সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতেশক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়েছে ভারত ৷ ব্রিসবেনের গাব্বার মাঠে অস্ট্রেলিয়ার 32 বছরের অপরাজিত তকমাকে এক লহমায় ভেঙে চুরমার করে দিয়েছে ৷ ব্রিসবেন টেস্ট ও সিরিজ় 2-1 ব্য়বধানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রেখেছে ৷ অস্ট্রেলিয়ার মাটিতে 'তরুণ' ভারতীয় দলের এই দাদাগিরিতে মুগ্ধ গোটা দেশ ৷ খেলজগতের মানুষরা ছাড়াও অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারাদের বন্দনায় মেতেছে রাজনৈতিক জগতের মানুষরাও ৷ টুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

প্রধানমন্ত্রী লিখেছেন, "অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের এই জয়ে আমরা খুব খুশি ৷ গোটা সফরে দলের শক্তি এবং প্যাশন ধরা পড়েছে ৷ ছিল আবেগ, অভিপ্রায় এবং দৃঢ় সংকল্প ৷ ভারতীয় দলকে অভিনন্দন ৷ ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ৷"

ভারতীয় দলের এই সম্মিলিত প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখেছেন, "এই ঐতিহাসিক টেস্ট এবং সিরিজ় জয়ের জন্য শুভেচ্ছা ৷ তোমাদের এই সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমরা সবাই গর্বিত ৷ জয় হিন্দ ৷"

টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, "এই ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় দলকে কুর্নিশ জানাই ৷ সারা ভারত তোমাদের জন্য গর্বিত ৷ ভারতীয় দল দারুণ খেলেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details