কলকাতা, 11 জুলাই: কোরোনা হানা দিল রাজ্যের আরও এক মন্ত্রীর পরিবারে ৷ কোরোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী ৷ যার জেরে হোম কোয়ারানটিনে রয়েছেন মন্ত্রী ৷ লক্ষ্মীরতনের স্ত্রী রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মী ৷
কোরোনায় আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী, হোম কোয়ারানটিনে মন্ত্রী - লক্ষ্মীরতন শুক্লা
কোরোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী ৷ যার জেরে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে মন্ত্রী সহ তাঁর পরিবারকে ৷
স্ত্রীর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা ৷ আজ মন্ত্রী জানান, "বেশ কিছুদিন ধরেই স্ত্রী অসুস্থ ছিল । চলতি সপ্তাহের শুরুর দিকে জ্বর আসে তাঁর । পরে কোরোনার অন্যান্য লক্ষণগুলিও প্রকাশিত হয় । গতকাল রিপোর্ট পজ়িটিভ আসে ।" স্বাস্থ্য দপ্তরের বিধি মেনে তাঁর স্ত্রীকে বাড়িতেই কোয়ারানটিনে রাখা হয়েছে ।
ঘটনার জেরে মন্ত্রী, তাঁর বাবা এবং দুই ছেলে হোম কোয়ারানটিনে রয়েছেন । এখনও পর্যন্ত তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছেন মন্ত্রী । আগামী বুধ কিংবা বৃহস্পতিবার মন্ত্রী ও তাঁর পরিবারের অন্যান্যদের টেস্ট করা হবে ।