পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"ফ্যান্টাস্টিক", ধোনিতে মুগ্ধ হোল্ডিং - dhoni retirement

ধোনির 13 বছরের কেরিয়ারকে ফ্যান্টাস্টিক অ্যাখ্যা দিয়েছেন মাইকেল হোল্ডিং ৷

Michael Holding lauds MS Dhoni for his 'brilliant international career'
Michael Holding lauds MS Dhoni for his 'brilliant international career'

By

Published : Aug 23, 2020, 6:55 PM IST

দিল্লি, 23 অগাস্ট : পিওর ব্যাটসম্যান নন ৷ 13 বছরের কেরিয়ারে উইকেটের পিছনে দাঁড়িয়ে দায়িত্ব সামলেছেন ৷ তা সত্ত্বেও টেস্ট ফরম্যাটে প্রায় পাঁচ হাজার রানের মালিক সদ্য প্রাক্তন হওয়া মহেন্দ্র সিং ধোনি ৷ মাহির অবসর প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা মনে করিয়ে দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিং ৷

চলতি বছরের 15 অগাস্ট 13 বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন ধোনি ৷ বাইশ গজে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর নেওয়া সিদ্ধান্ত এতদিন ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করেছে ৷ তেমনই একটা ছোট্ট ইনস্টাগ্রাম পোস্টে তাঁর অবসরের সিদ্ধান্ত অনুরাগীদের অবাক করে দিয়েছে ৷ বিস্ময়ের ঘোর কাটিয়ে দেশ-বিদেশের ক্রিকেট ব্যক্তিত্বরা ধোনিকে আগামীদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷ তেমনই নিজের ইউটিউব চ্যানেলে ধোনির অবসর প্রসঙ্গে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ় কিংবদন্তি মাইকেল হোল্ডিং ৷ প্রথমেই ধোনির ঠান্ডা মাথার নেতৃত্বের প্রসঙ্গ তুলেছেন ৷ তাঁর কথায়, "নেতৃত্ব দেওয়ার সময় ওকে কখনওই উত্তেজিত হতে দেখিনি ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখলে খুব জোর প্লেয়ারদের ডেকে শান্তভাবে আলোচনা করেছে ৷ দলে ওর প্রভাব ছিল দেখার মতো ৷"

ধোনির কেরিয়ারকে "ফ্যান্টাস্টিক" আখ্যা দিয়ে সেই যুগের ব্যাটসম্যানদের ত্রাস বলেছেন, "মানুষটার কেরিয়ারটা কী অসাধারণ ৷ 90টি টেস্ট, 350টি ওয়ান ডে, এবং প্রচুর টি-20 (জাতীয় দলের হয়ে 98টি ও 190টি IPL ম্যাচ ) খেলেছে ৷ তার মধ্যে টেস্ট ফরম্যাটে প্রায় পাঁচ হাজার রানের মালিক ৷ মনে রাখবেন ও কিন্তু শুধু ব্যাটসম্যান নয় ৷ ও একজন উইকেটরক্ষকও ৷ দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে উইকেটকিপার ও ব্যাটসম্যান হিসেবে ওর সাফল্য প্রশংসার দাবি রাখে ৷" তিনি আরও বলেন, "ওয়ান ডে ক্রিকেটে 11 হাজারের কাছাকাছি রান রয়েছে ওর ৷ মোকাবিলা করেছে 12 হাজার বলের ৷ তার মানে কেরিয়ারজুড়ে প্রায় প্রতিটি বলেই রান তুলেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details