লাহোর, 28 জুন: ক্রিকেটারদের ভুলে ভরা কোরোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে নাজেহাল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ এই বিতর্কের মধ্যেই ইংল্যান্ড সফরের জন্য রওনা দিল পাক ক্রিকেট দল ৷ তবে কোরোনা পজ়িটিভ ক্রিকেটারদের দেশে রেখে বাকি টিম উড়ে গেছে ৷
ইংল্যান্ড সফরের আগে নিয়মমাফিক ক্রিকেটারদের কোরোনা পরীক্ষা করে PCB ৷ রিপোর্ট দেখে ভিরমি খাওয়ার জোগাড় হয় পাক বোর্ডের কর্তাদের ৷ দেখা যায়, টিমের দশজন ক্রিকেটার কোরোনায় আক্রান্ত ৷ তবে ওই রিপোর্ট সন্তুষ্ট করতে পারেনি উপসর্গহীন মহম্মদ হাফিজ়কে ৷ এরপর তিনি নিজ উদ্যোগে পরীক্ষা করান ৷ নাটকের সূত্রপাত এখান থেকেই ৷ ব্যক্তিগত উদ্যোগে করানো হাফিজ়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই খেপে যায় পাক বোর্ড ৷ তারা হাফিজ়ের এই কাজের নিন্দা করে ৷ পাশাপাশি জানিয়ে দেয়, সত্যিই কোরোনায় আক্রান্ত ওই ক্রিকেটার ৷ নাটকের শেষ অবশ্য এখানেই নয় ৷