পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিরলেন সুদীপ-ঋদ্ধি, বাংলার ভরসা এখন সেই অনুষ্টুপ - ranji trophy final

আগের দিনের অপরাজিত থাকা সুদীপ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহার দিকে তাকিয়ে ছিল বাংলা ৷ বৃহস্পতিবার রণজি ফাইনালের চতুর্থ দিন মধ্যাহ্ণভোজ পর্যন্ত দলকে টানলেন দুজনে ৷

bengal vs sourastra
বাংলা

By

Published : Mar 12, 2020, 3:35 PM IST

রাজকোট, 12 মার্চ : খাদের কিনারা থেকে বাংলাকে টেনে তুলেছেন বারবার ৷ ফাইনালেও কি তেমনটা দেখা যাবে ? একবার কি ফের জ্বলে উঠবে চন্দননগরের রুকুর ব্যাট ? প্রথম ইনিংসে সৌরাষ্ট্রকে টপকাতে হলে সেই অনুষ্টুপ মজুমদারই ভরসা বাংলার ৷ বৃহস্পতিবার রণজি ফাইনালের চতুর্থদিন চা বিরতি পর্যন্ত ছয় উইকেট হারিয়ে 285 রান তুলেছে বঙ্গ ব্রিগেড ৷ এখনও তারা 140 রানে পিছিয়ে ৷ ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার (29) এবং অর্ণব নন্দী (9) ৷

আগের দিনের অপরাজিত থাকা সুদীপ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহার দিকে তাকিয়ে ছিল বাংলা ৷ বৃহস্পতিবার রণজি ফাইনালের চতুর্থ দিন মধ্যাহ্ণভোজ পর্যন্ত দলকে টানলেন দু'জনে ৷ শতরানের দিকে এগোচ্ছিলেন সুদীপ চট্টোপাধ্যায় ৷ কিন্তু লাঞ্চের পরই ব্যক্তিগত 81 রানে ফেরেন তিনি ৷ বাংলার স্কোর তখন 225 ৷ এরপর ঋদ্ধিমান সাহাকে বোল্ড আউট করেন প্রেরক মানকড ৷ 184 বলে 64 রান করেন ভারতীয় দলের অন্যতম সেরা উইকেটকিপার ৷

আজ রণজি ফাইনালের চতুর্থ দিন ৷ পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে প্রথম ইনিংসে যে দল এগিয়ে থাকবে তারাই জয়ী হবে ৷ সৌরাষ্ট্র প্রথমে ব্যাট করে 425 রান তুলেছে ৷ তাই 425 রান টপকে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামেন বাংলার ব্যাটসম্যানরা ৷ সুদীপ-ঋদ্ধি আউট হলেও অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ থাকায় ভরসা পাচ্ছিল বাংলা ৷ টুর্নামেন্টে অলরাউন্ড পারফরমেন্স দিয়ে তাক লাগানো শাহবাজের ব্যাট অবশ্য সেই ভরসার দাম দিতে পারল না ৷ 39 বলে 16 রান করে চেতন সাকারিয়ার বলে বোল্ড আউট হয়ে ফেরেন শাহবাজ ৷

ABOUT THE AUTHOR

...view details