পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চার বলে চার উইকেট, ক্লাব ক্রিকেটে নজির - মাসুম আহমেদ

মোহনলাল ক্লাবের বোলার মাসুম আহমেদ হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসে বাজিমাত করেন ৷

masum ahmed bags four wicket in four ball in kolkata club cricket
masum ahmed bags four wicket in four ball in kolkata club cricket

By

Published : Mar 1, 2021, 6:08 PM IST

কলকাতা, 1 মার্চ : পরপর চার বলে চার উইকেট ! আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির খুব কমই আছে ৷ দু'বার চার বলে চার উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা ৷ সেই নজির দেখা গেল কলকাতার ক্লাব ক্রিকেটে ৷ সোমবার এনসি চ্যাটার্জি ট্রফিতে এই নজির গড়লেন 20 বছরের মাসুম আহমেদ ৷ ম্যাচ ছিল মোহনলাল ক্লাব বনাম হাওড়া ইউনিয়নের মধ্যে ৷

মোহনলাল ক্লাবের বোলার মাসুম হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসে বাজিমাত করেন ৷ নাম মাসুম হলেও হাওড়া ইউনিয়নের ব্যাটসম্যানদের মোটেও রেয়াত করেননি তিনি ৷ শেষ ওভারের পরপর চারটি বলে হাওড়া ইউনিয়নের চার ব্যাটসম্যানকে ফেরান ৷ আব্দুল হাদিকে 32 রানে ও দীপ্ত নারায়ন আদককে 38 রানে সাজঘরে ফেরান ৷ এরপর সৈকত পাঁজা এবং দীপায়ন রাহাকে পরবর্তী দুই বলে আউট করেন মাসুম । এর আগে তিনি মহম্মদ শাহনাজকে আউট করেছিলেন । হাওড়া ইউনিয়ন সাত উইকেটে 160 রান তোলে । মাসুম চার ওভার বল করে 13 রানে পাঁচটি উইকেট তুলে নেন ।

আরও পড়ুন : ভালো পারফরম্যান্সের সুফল, টেস্ট র‍্যাঙ্কিংয়ে পূজারাকে ছাড়িয়ে গেলেন রোহিত

যদিও মাসুমের এই দাপুটে বোলিং জলে গিয়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৷ হাওড়া ইউনিয়নের হয়ে অর্ধশতরান করেন মহম্মদ আফজল খান ৷ প্রতিপক্ষের 160 রানের জবাবে ব্যাট করতে নেমে মোহনলাল 114 রানে আউট হয়ে যায় । শ্রী গণেশন এবং দীপ্ত নারায়নের বোলিংয়ের সামনে মোহনলালের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি । দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন । তবে ম্যাচ হারলেও সেরার পুরস্কার মাসুমের হাতে উঠেছে । মোহনলালের পক্ষে যা একমাত্র ভালো দিক ।

ABOUT THE AUTHOR

...view details