পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফের কোরোনায় আক্রান্ত মাশরাফি মোর্তাজা - কোরোনা আক্রান্ত মোর্তাজা

প্রথমবার কোরোনা আক্রান্ত হওয়ার 15 দিন পর ফের কোরোনায় আক্রান্ত হলেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা ৷

image
মাশরাফি মোর্তাজা

By

Published : Jul 4, 2020, 7:30 PM IST

ঢাকা, 4 জুলাই : ফের কোরোনায় আক্রান্ত প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি মোর্তাজা ৷ 15 দিনের মধ্যে দু’বার আক্রান্ত হলেন তিনি ৷ শনিবার একথা নিশ্চিত করেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান ফিজ়িশিয়ান দেবাশিস চৌধুরি ৷

চলতি বছরে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোর্তাজা ৷ তারপরই অধিনায়কত্ব ছাড়েন ৷ গত মাসেই তাঁর কোরোনা ধরা পড়ে ৷ 20 জুন নিজে ফেসবুকে সেকথা জানান মোর্তাজা ৷

আরও পড়ুন :-সচিনের একহাতি ফোরহ্যান্ডে মজে টেনিস জগত, ফেডেরারের কাছে চাইলেন পরামর্শ

শনিবার একটি ক্রিকেট পোর্টালে বাংলাদেশের প্রাধান ফিজ়িশিয়ান দেবাশিস চৌধুরি বলেন, ‘‘ আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ 8 জুলাই মোর্তাজার ফের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ৷ তখন হয়তো মাশরফি কোরোনামুক্ত হবেন ৷ বেশিরভাগ ক্ষেত্রে 14 দিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে উঠছেন ৷ যদিও সেটা নির্দিষ্ট কিছু না ৷ কারও কারও বেশি সময় লাগতে পারে ৷ ’’

মাশরাফির নারায়ণগঞ্জের বাড়িতে খাদ্য সামগ্রী ও অন্য সামগ্রী পৌঁছানোর দায়িত্বে ছিলেন নাজ়মুল ইসলাম নামে এক যুবক ৷ গত মাসে তিনিও কোরোনা আক্রান্ত হন ৷ মাশরাফির বাড়ি নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি অন্যতম কোরোনা প্রভাবিত এলাকা ৷

বর্তমান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের দাদা ও প্রাক্তন বাংলাদেশি ক্রিকেটার নাফিজ় ইকবালও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details