পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘‘মজা করে’’ চহ্বালকে হিন্দিতে গালি মার্টিন গাপটিলের - দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারে নিউজ়িল্যা

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারে নিউজ়িল্যান্ড ৷ অকল্যান্ডে হারের পর নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিলেন গাপটিল ও রোহিত শর্মা ৷ সেখানে চহ্বাল যেতেই তাঁকে হিন্দিতে গালি দেন গাপটিল ৷ যদিও পুরোটই ঘটে মজার ছলে ৷

image
চহ্বালকে হিন্দিতে গালি মার্টিন গাপটিলের

By

Published : Jan 27, 2020, 8:56 PM IST

অকল্যান্ড, 27 জানুয়ারি : ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহ্বালকে গালি দিলেন নিউজ়িল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ৷ গতকাল ভারতের বিরুদ্ধে 7 উইকেটে ম্যাচ হারে নিউজ়িল্যান্ড ৷ আর হারের পর মাঠের মধ্যেই চহ্বালকে গালি দেন মার্টিন গাপটিল ৷ তবে পুরোটাই মজার ছলে ৷

ম্যাচের পর চহ্বাল খেলা সম্প্রচারিত চ্যানেলের উপস্থাপক জতীন সাপরুর মাইক্রোফোন নিয়ে গাপটিলের দিকে এগিয়ে যান ৷ তখন মাঠের মধ্যে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিলেন গাপটিল ও ভারতীয় ওপেনর রোহিত শর্মা ৷ চহ্বাল তাদের মধ্যে গিয়ে বলেন ‘‘হোয়াটস আপ বয়েজ়’’৷ কিন্তু এরপরেই চমকপ্রদ উত্তর দেন গাপটিল ৷ তিনি হিন্দিতে চহ্বালকে বলেন ‘‘কেয়া হে গা****?’’ গাপটিলের এই উত্তরে অবাক হয়ে যান রোহিত ও যুববেন্দ্র চহ্বাল দু’জনেই ৷ পরিস্থিতি সামাল দিতে চহ্বাল গাপটিলকে মনে করান তাঁদের কথপোকথন সরাসরি সম্প্রচারিত হচ্ছে ৷

প্রসঙ্গত প্রথম ম্যাচের মতো অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারে ভারত ৷ পাঁচ ম্যাচের টি-20 সিরিজ়ে ইতিমধ্যেই 2-0তে পিছিয়ে পড়েছে কিউয়িরা ৷ তাই সিরিজ়ে টিকে থাকতে হলে পরের ম্যাচে জিততেই হবে তাদের ৷ পরের ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর লড়াই কিউয়িদের ৷

ABOUT THE AUTHOR

...view details