হায়দরাবাদ, 21 জানুয়ারি : মহম্মদ সিরাজ ৷ ভারতীয় দলের নয়া পেস সেনসেশন ৷ 13টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়া সফরের সর্বোচ্চ উইকেটশিকারী হায়দরাবাদের এই পেসার ৷ এই 13টি উইকেটের মধ্যে কোনটি সবচেয়ে স্পেশাল, দেশে ফিরে তা জানিয়েছেন সিরাজ ৷
মহম্মদ সিরাজ়ের জীবনে স্মরণীয় হয়ে থাকবে 2020-21 মরশুমের অস্ট্রেলিয়া সফর ৷ প্রিয়জনকে হারানোর যন্ত্রণা যেমন পেয়েছেন, তেমনই এই সফর তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে ৷ অভিষেক টেস্টে পাঁচটি উইকেট নিয়ে গড়েছেন রেকর্ড ৷ সিনিয়র বোলারদের অনুপস্থিতিতে দলের পেস বিভাগে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ৷ ব্রিসবেন টেস্টে এক ইনিংসে পাঁচটি উইকেট নেন সিরাজ ৷ সব মিলিয়ে 13টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি ৷ সিরাজ বলেছেন, মার্নাস ল্যাবুশেনের উইকেটটি আমার সবচেয়ে প্রিয় ৷ প্রয়োজনের সময় ল্যাবুশেনের উইকেটটি তুলতে পেরেছিলাম ৷ ব্রিসবেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ফর্মে থাকা ব্যাটসম্যান ল্যাবুশেনকে মাত্র 25 রানে প্যাভিলিয়নে ফেরান ৷