সেন্ট লুসিয়া, 4 নভেম্বর : চলতি IPL-এরই ঘটনা । ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকসের স্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট করেছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটসম্যান মার্লন স্যামুয়েলস । চারিদিকে ছিছিকার পড়ে গেছিল । সেই ঘটনার কিছুদিনের মধ্যেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন স্যামুয়েলস ।
2018 সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন স্যামুয়েলস । চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডকে তাঁর অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন । মূলত জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্যারিবিয়ান ক্রিকেটাররা দেশ-বিদেশে ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলে বেড়ান । কিন্তু সে পথ মাড়ালেন না স্যামুয়েলস । পেশাদার ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন তিনি । IPL-এ পুনে ওয়ারিয়র্স, দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)-এর হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ খেলেছেন পাকিস্তান সুপার লিগেও ৷ বছর তিনেক আগে PSL খেলার সময় পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিতে চেয়ে শিরোনামে উঠে এসেছিলেন ৷