দিল্লি, 4 মার্চ : নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে দু’ম্যাচেই ঋদ্ধিমান সাহার পরিবর্তে সুযাগ পেয়েছেন ঋষভ পন্থ ৷ কিন্তু ব্যাট ও গ্লাভস হাতে আহামরি কিছু করতে পারেননি ৷ ফলে কোহলির দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে ৷ দেশের বাইরে ঋদ্ধিমান সাহাকে নিয়মিত না খেলানো নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন নির্বাচন কমিটির প্রধান সন্দীপ পাতিল ৷ ঋদ্ধির ক্রিকেট কেরিয়ার নিয়ে ম্যানেজমেন্ট খেলছে বলেও দাবি করেন তিনি ৷
নিউজ়িল্যান্ড সিরিজ়ের পর কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন ঋষভকে খেলানো হচ্ছে তাঁর ব্যাটিং দক্ষতার জন্য ৷ কিন্তু পাতিল মনে করেন, ঋদ্ধির ক্ষমতার উপর কম বিশ্বাস দেখানো হচ্ছে ৷ ফলে সাহার আত্মবিশ্বাস ও কেরিয়ার নিয়ে খেলছে ম্যানেজমেন্ট ৷