কলকাতা, 8 জুলাই: দাদার জন্মদিনে দিদির শুভেচ্ছা ৷ আজ 48 বছরে পা দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখলেন, ভারতীয় ক্রীড়া জগতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অপরিসীম ৷
"ক্রীড়াক্ষেত্রে আপনার অবদান বিপুল", সৌরভকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর - সৌরভের 48তম জন্মদিনে শুভেচ্ছা মমতার
টুইটে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বুধবার সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ ৷ একসময় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সৌরভের জনপ্রিয়তা অপরিসীম ৷ তাই সাধারণ অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্বরা ছাড়াও রাজনৈতিক জগতের মানুষরাও শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁকে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, "সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান । সুস্থ থাকুন, ভালো থাকুন ।"
সারা দেশের কাছে তিনি দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান BCCI প্রেসিডেন্ট ৷ কিন্তু এ রাজ্যের মানুষের কাছে তিনি মহারাজ, বাংলার দাদা ৷ বাইশ গজ ছাড়া ক্রিকেট প্রশাসক হিসেবেও সৌরভের সাফল্য ঈর্ষণীয় ৷