বেঙ্গালুরু, 7 ফেব্রুয়ারি : নেটে ফিরলেন মহম্মদ শামি ৷ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং শুরু করলেন ভারতীয় পেসার ৷ অস্ট্রেলিয়া সফরে হাতে চোট পান শামি ৷ প্রথম টেস্ট খেলেই দেশে ফেরেন শামি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুই টেস্ট থেকেও ছিটকে যান শামি ৷
কয়েকদিন ধরে হালকা ট্রেনিং করবেন শামি ৷ অ্যাডিলেডে ভারতের লজ্জাজনক হারের ম্যাচে ব্যাট করার সময় মিচেল স্টার্কের বাউন্সার শামির হাতে লাগে ৷ স্ক্যান রিপোর্টে হাতের কব্জিতে চিড় ধরা পরে ৷ এবং সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে যান ভারতীয় এই পেসার ৷ পরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের প্রথম দুটি টেস্টেও খেলতে পারেননি তিনি ৷
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ‘‘এক্সটেনসিভ রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে’’-র মধ্যে আছেন তিনি ৷ বেঙ্গালুরুর এনসিএ-তে সেই ট্রেনিংয়ের ছবি নিজেই সোশাল মিডিয়ায় দেন শামি ৷ তবে তিনি একা নন, এনসিএতে তাঁর সঙ্গেই ট্রেনিং করছেন আরেক পেসার নভদীপ সাইনি ৷