পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সৌরভ ও কোহলি, দু'জনেরই মিল রাহুলে ! - রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়ের মতো লোকেশ রাহুলকে ব্যবহার করতে চাইছে বিরাট কোহলি ৷ 2003 বিশ্বকাপে যেমন রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেট কিপিং করিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তেমনই লোকেশকে দিয়ে কিপিং করাতে চান কোহলি ৷

image
লোকেশ রাহুল ও রাহুল দ্রাবিড়

By

Published : Jan 22, 2020, 3:29 PM IST

দিল্লি, 22 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধায় ও বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটের দুই সফল অধিনায়ক ৷ সৌরভ প্রাক্তন, বিরাট বর্তমান ৷ কিন্তু অদ্ভুত সামঞ্জস্য লক্ষ্য করা যায় দু’জনের মধ্যে ৷ বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন সৌরভ ৷ আর সেই ধারা বজায় রেখেই বর্তমান ভারতীয় দলকে টেস্টে এক নম্বরে নিয়ে গিয়েছেন বিরাট কোহলি ৷

2000 সালে বেটিংয়ের জালে জড়িয়ে পরে ভারতীয় ক্রিকেট ৷ সেই জাল কেটে বেরিয়ে আসার জন্য দায়িত্ব দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর ৷ দায়িত্ব নিয়েই সৌরভ বুঝেছিলেন দলকে টেনে তুলতে দরকার নতুনদের ৷ দলে আগমন হয়েছিল এক ঝাঁক নতুন তারকার ৷ সৌরভ আরও একটি জিনিস পরিবর্তন করেছিলেন ৷ নিজেদের শক্তিতে ভরসা রাখতে শুরু করেছিলেন সৌরভ ৷ তৎকালীন প্রায় অপরাজেয় অস্ট্রেলিয়া দলকে ইডেনের মাটিতে হারিয়েছিল সৌরভের ভারত ৷ এছাড়া 2003 সালের বিশ্বকাপ, দলের প্রয়োজনে রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেট কিপিং করান সৌরভ ৷ ফলে দল অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলাতে পারল ৷ 2003 সালের বিশ্বকাপের সেই দলই ফাইনাল খেলেছিল ৷

ICC-র একদিনের ম্যাচ বা টেস্ট সবেতেই ছুটে চলেছে বিরাট কোহলির ভারতের অশ্বমেধের ঘোড়া ৷ তবে সাফল্যের মধ্যেও আছে ব্যর্থতা ৷ বিরাট দায়িত্ব নেওয়ার পরে ভারতের কপালে জোটেনি কোনও মেজর ICC ট্রফি ৷ 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফির পর আর কোনও ICC ট্রফি জেতেনি ভারত ৷ বর্তমানে কোহলির পাখির চোখ ICC ট্রফি ৷

এখানেই বর্তমান অনুসরণ করছে প্রাক্তনকে ৷ সৌরভের মতই দলের ভারসাম্য রাখতে লোকেশ রাহুলকে উইকেট রক্ষকের ভূমিকায় খেলানোর চিন্তা কোহলির মাথায় ৷ নিজের রাজ্যের দল কর্নাটকে অস্থায়ী উইকেটরক্ষক করতেন রাহুল ৷ এছাড়া IPL-এ কিংস ইলেভেন পঞ্জাবে নিয়মিত উইকেট রক্ষকের ভূমিকায় দেখা গেছে তাঁকে ৷ এবার IPL-এ দলের মতো জাতীয় দলেও রাহুলকে উইকেট রক্ষকের ভূমিকায় খেলাতে চান কোহলি ৷

লোকেশ রাহুল, ওপেনার হিসাবে খেললেও দলের প্রয়োজনে যেকোনও পজিশনে খেলতে পারেন এই ব্যাটসম্যান ৷ অজ়িদের বিরুদ্ধে রাজকোটে পাঁচে নেমে দুরন্ত খেলেছিলেন তিনি ৷ আবার ঋষভের অনুপস্থিতিতে কিপিং গ্লাভস হাতে দক্ষতার সঙ্গে সামলেছেন উইকেটরক্ষকের ভূমিকা ৷

রাহুলের এই দক্ষতাই বেশ কয়েকটি বিকল্প খুলে দিয়েছে কোহলির হাতে ৷ ভারতের অর্ডার রান পেলেও সেভাবে পরিক্ষিত নয় ভারতীয় মিডল অর্ডার ৷ রাহুলকে উইকেটরক্ষকের ভূমিকায় খেলালে আরও একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে খেলানোর সুযোগ থকছে কোহলির হাতে ৷ রাহুল নিজেও বিভিন্ন পজিশনে খেলতে পারেন সেক্ষেত্রে রোহিত-শিখর ইনিংস শুরু করলেও রাহুল খেলতে পারবেন মিডল অর্ডারে ৷

সৌরভের রাহুল সেই সময় দায়িত্বের সঙ্গেই উইকেটকিপিং ও ব্যাটিংয়ের গুরুদায়িত্ব পালন করেছিলেন ৷ সেই একই গুরুদায়িত্ব হয়ত পড়তে চলেছে কোহলির রাহুলের উপরও ৷ এখন দেখার কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের মতো লোকেশ রাহুলও কী সেই দায়িত্ব পালন করে ভারতকে সাফল্য এনে দিতে পারবেন ?

ABOUT THE AUTHOR

...view details