পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অর্ধসমাপ্ত ক্রিকেট মরশুম, অথৈ জলে আম্পায়াররা - আম্পায়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কনিষ্ক রায়চৌধুরী

কলকাতা ময়দানের দেড়শো ক্রিকেট আম্পায়ারের মধ্যে 10 শতাংশ চাকরি করেন । বাকিদের মধ্যে কিছুজন বিভিন্ন পেশায় থেকে শখে ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন । আবার অনেকেই রয়েছেন যাঁরা শুধু আম্পায়ারিং করেই উপার্জন করেন ।

অর্ধসমাপ্ত ক্রিকেট মরসুম,অথৈ জলে আম্পায়াররা
অর্ধসমাপ্ত ক্রিকেট মরসুম,অথৈ জলে আম্পায়াররা

By

Published : May 2, 2020, 8:08 PM IST

Updated : May 4, 2020, 9:32 AM IST

কলকাতা, 2 মে::কলকাতা ক্রিকেট লিগের ওঠা নামার ছবিটা কিছুটা হলেও পরিষ্কার । কিন্তু ক্রিকেট মরশুমের বাকি টুর্নামেন্ট যেমন- পি সেন, জেসি মুখার্জি, এনসি কোলে ট্রফির মতো ক্রিকেট টুর্নামেন্টগুলির ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে । ফলে যেমন অন্ধকারে রয়েছেন ময়দানের ক্রিকেটাররা তেমনই অথৈ জলে পড়েছেন আম্পায়ররা । লকডাউনে কলকাতা ময়দানের শ দেড়েক ক্রিকেট আম্পায়ারের রুটি-রুজিতে টান পড়েছে ।

এই নিয়ে আম্পায়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কণিষ্ক রায়চৌধুরী জানিয়েছেন, "CAB আমাদের পাশে দাঁড়িয়েছে । কিন্তু তাতে সমস্যা মিটবে কি না তা নিশ্চিত করে বলা সম্ভব নয় । সারা মরশুমে প্রায় তিনশো ম্যাচ হয়ে থাকে । গ্রেড ওয়ান আম্পায়াররা দিন প্রতি 1650 টাকা করে পেয়ে থাকেন । তার নিচের গ্রেডের আম্পায়াররা দিন প্রতি 1200 টাকার বেশি সাম্মানিক পেয়ে থাকেন । CAB-র ফিনান্স কমিটির এক কর্তা জানিয়েছেন, "নতুন অর্থবর্ষে এই সান্মানিক 30 শতাংশ হারে বৃদ্ধির কথা হয়ে রয়েছে । এই মর্মে সিদ্ধান্ত পাশ হয়েছে CAB-তে । কিন্তু লকডাউনে সবকিছুই অনিশ্চিত । আম্পায়ারদের এই দাবি নতুন নয় । পুরানো স্কেলে দেড় লাখ টাকা থেকে দু'লাখ টাকার কাছাকাছি আয় হয় আম্পায়ারদের । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তা সম্ভব নয় ।"

কলকাতা ময়দানের দেড়শো ক্রিকেট আম্পায়ারের মধ্যে 10 শতাংশ চাকরি করেন । বাকিদের মধ্যে কিছুজন বিভিন্ন পেশায় থেকে শখে ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন । আবার অনেকেই রয়েছেন যাঁরা শুধু আম্পায়ারিং করেই উপার্জন করেন । লকডাউনের কারণে মরশুমের ভবিষ্যৎ কোন পথে তা বোঝা যাচ্ছে না । ফলে আম্পায়াররা দোলাচলে ।

সমস্যায় আম্পায়াররা

আম্পায়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব বলেছেন, "মে মাসের অর্ধেক দিনের বেশি লকডাউন চলবে । তারপর নিষেধাজ্ঞা উঠলেও টুর্নামেন্ট শুরু করা যাবে এমন নয় । আগের মত পরিস্থিতি স্বাভাবিক হতে আরও মাস খানেক সময় লাগবে । ফলে জুন মাসের কাছাকাছি সময়ে মাঠে বল গড়াতে পারে । তখন আবার কলকাতা ময়দানে ফুটবলের মরশুম । যদিও এবার কলকাতা ফুটবল লিগ সেপ্টেম্বরের আগে শুরু হবে না ।" এখানেই শেষ নয় । মালিরা ময়দানের ক্লাবগুলোতে থাকলেও লকডাউনের মধ্যে তারা মাঠের যত্ন কতটা নিচ্ছেন তা নিয়ে সন্দেহ রয়েছে । তাই ইডেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠ, কল্যাণী স্টেডিয়াম ছাড়া বাকি মাঠের বাইশ গজে বল গড়ানো কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে । নভেম্বর থেকে কলকাতা ময়দানে ক্রিকেট মরশুম শুরু হয় । যা শেষ হয় মে মাসের শেষে কিংবা জুনের প্রথম সপ্তাহে ।

আম্পায়াররা তাদের সম্মানিক পান মরশুম শেষে । যদিও এই সাম্মানিক প্রাপ্তির বিষয়টি প্রতি মাসে করার ভাবনা রয়েছে CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার মাথায় । ইতিমধ্যেই এই কঠিন পরিস্থিতিতে আম্পায়ারদের পাশে দাঁড়িয়েছেন তিনি । মার্চ মাস পর্যন্ত যত ম্যাচ হয়েছে তার ভিত্তিতে আম্পায়ার অ্যাসোসিয়েশনের তরফে CAB-এর কাছে পাওনা দেওয়ার আবেদন করা হয়েছিল । কালবিলম্ব না করেই তা মিটিয়ে দিয়েছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা । প্রায় সকলকে পনেরো হাজার টাকার চেক দেওয়া হয়েছে । এদিকে অবস্থা ক্রমেই জটিল হচ্ছে দেখে পরিকল্পনা বদলের পরিকল্পনা রয়েছে আম্পায়ার অ্যাসোসিয়েশনের । গতবছর থেকে বড় মাপের টুর্নামেন্ট করে টাকা তোলার পরিকল্পনা করা হয়েছিল । কোরোনা ভাইরাস পরবর্তী পরিস্থিতি সেই পরিকল্পনার বাস্তবায়নের উদ্যোগে বাড়তি মাত্রা যোগ করেছে ।

Last Updated : May 4, 2020, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details