সিডনি, 29 মার্চ : শাস্তির মেয়াদ পূর্ণ করলেন স্টিভ স্মিথ ৷ ফলে অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে আর কোনও বাধা রইল না ৷ তবে ফের অধিনায়কত্বে ফিরতে চান না তিনি ৷ শারীরিক ও মানসিকভাবে ফিট থাকাই, তাঁর কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ ৷ দু’বছর আগে স্যান্ড পেপার গেট কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তৎকালীন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ ৷ শাস্তি হিসেবে একবছর সবধরণের ক্রিকেট থেকে নির্বাসিত হন ৷ একই সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় দু’বছর অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারবেন না স্মিথ ৷ আজ সেই দুই বছর সময়সীমার মেয়াদ পূর্ণ করলেন তিনি ৷
শাস্তি উঠলেও অধিনায়কত্বে ফিরতে চাইছেন না স্টিভ স্মিথ - Australian captain
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামরন ব্যানক্রফ্ট ৷ বিষয়টি ভালো চোখে দেখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সহঅধিনায়ক ওয়ার্নারের সঙ্গে এক বছর সবধরণের ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয় স্মিথকে ৷ আরও সিদ্ধান্ত নেওয়া হয় দুই বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হতে পারবেন না স্মিথ ৷
2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামরণ ব্যানক্রফ্ট ৷ বিষয়টি ভালো চোখে দেখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সহঅধিনায়ক ওয়ার্নারের সঙ্গে এক বছর সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয় স্মিথকে ৷ আরও সিদ্ধান্ত নেওয়া হয় দুই বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হতে পারবেন না স্মিথ ৷ এছাড়া ওয়ার্নার কোনওদিনই অধিনায়ক হতে পারবেন না ৷
বর্তমান অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইন ৷ তিনি দলকে ভালো ভাবেই নেতৃত্ব দিচ্ছেন বলেই মত কোচ জাস্টিন ল্যাঙ্গারের ৷ নির্বাসন কাটিয়ে পেইনের অধিনায়কত্বে ফের দলে ফিরেছেন স্মিথ ৷ অ্যাসেজ সিরিজ়ে দেখা গিয়েছিল পুরানো স্মিথের ঝলক ৷ তাই নিজের উপর আর চাপ বাড়াতে চান না তিনি ৷ একটি বেসরকারি টেলিভিশনে তিনি বলেন, অধিনায়কত্ব নয়, শারীরিক ও মানসিকভাবে ফিট থাকাই এখন তাঁর সবথেকে বড় চ্যালেঞ্জ ৷