পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খোঁজ নিলেন শিবশঙ্কর, লক্ষ্মীরতনের উদ্যোগে পম্পার বাড়িতে খাবার

ETV ভারতে বাংলার পেসার পম্পা সরকারের দুরবস্থার খবর প্রকাশ হতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ।

pampa_sarkar
pampa_sarkar

By

Published : Apr 8, 2020, 6:03 PM IST

Updated : Apr 8, 2020, 8:52 PM IST

কলকাতা, 8 এপ্রিল: হাটে পান বেচে কোনওক্রমে চলছিল সংসার । লকডাউনের ঠেলায় সেটাও বন্ধ । এই অবস্থায় মা ও ছোটো ভাইকে নিয়ে বিপাকে পড়ে গিয়েছিলেন বাংলার পেসার পম্পা সরকার । ETV ভারতে এই খবর প্রকাশ হতেই পম্পার পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা সিনিয়র ক্রিকেট দলের কোচ শিবশঙ্কর পাল ।

নিম্নবিত্ত পরিবারের মেয়ে পম্পা লকডাউনে বিপদে পড়লেও কাউকে বিরক্ত করতে চাননি । পরিস্থিতির কথা CAB-কে জানাননি । কোচ শিবশঙ্কর পালকেও কিছু জানাননি পম্পা । বলেছিলেন,"সবাই তো বিপদে । আমার কথা বলে ওঁদের চিন্তায় ফেলতে চাই না ।" ETV ভারতে পম্পার দুরবস্থার কথা প্রকাশ হতেই উদ্যোগী হন কোচ শিবশঙ্কর পাল । পম্পার পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা একসময়ের সতীর্থ লক্ষীরতন শুক্লাকে অনুরোধ করেন । শিবশঙ্করকে আশ্বস্ত করে দ্রুত পম্পার বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন মন্ত্রী । প্রশাসনিক তরফে যাবতীয় ব্যবস্থা করেছেন । এই প্রসঙ্গে শুক্লা বলেন, "প্রত্যেক মানুষের একে অপরের পাশে দাঁড়ানো জরুরি । পম্পা, পলি প্রতিভাবান খেলোয়াড় । এঁদের আগলে রাখার দায়িত্ব সমাজের ।"

পম্পার পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা

পম্পা সরকারের পরিস্থিতির খবর প্রকাশ করায় ETV ভারতকে ধন্যবাদ জানান কোচ শিবশঙ্কর পাল । তিনি বলেন, "ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি । পম্পা বাংলা টিমের গুরুত্বপূর্ণ সদস্য । খবর পেয়ে বিষয়টি লক্ষ্মীরতন শুক্লাকে জানিয়েছিলাম ।" ফোন পেয়ে ব্যবস্থা নিতে দেরি করেননি মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার । সেজন্য প্রাক্তন সতীর্থকে ধন্যবাদ জানান শিবশঙ্কর ।

Last Updated : Apr 8, 2020, 8:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details