আবু ধাবি, 31 অগাস্ট : গতবছরই কলকাতা নাইট রাইডার্সের IPL ট্রফি সংখ্যা দুই থেকে বেড়ে তিন হওয়ার প্রবল সম্ভাবনা ছিল ৷ এমনটাই মনে করেন কিং খানের টিমের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ৷ বর্তমানে আরব আমিরশাহীতে রয়েছে গোটা দল ৷ অনুশীলনের ফাঁকে কুলদীপ বলেন, "2019 মরশুমেই নাইটরা IPL জিততে পারত ৷ আমার অন্তত তেমনটাই মনে হয়েছিল ৷"
গত মরশুমে নাইটদের IPL জয়ের প্রবল সম্ভাবনা ছিল : কুলদীপ - কলকাতা নাইট রাইডার্স
2019 মরশুমে প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল KKR ৷ 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল কিং খানের টিম ৷
গত মরশুমে প্লে অফে জায়গা করে নিতে পারেনি কলকাতার ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল তারা ৷ এছাড়া 2018 সালে প্লে অফে জায়গা করে নিতে সক্ষম হলেও কোয়ালিফায়ারে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে হেরে যায় ৷ KKR-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ বলেন, "গতবছর মনে হয়েছিল আমরাই IPL জিতব ৷ এমনকী 2018 সালেও এমন অনুভূতি হয়েছিল ৷ সেবছর আমরা দারুণ খেলেছিলাম ৷ খেতাব জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম ৷ আমার মনে আছে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে হেরে গেছিলাম ৷ আমার ওভার শেষ হয়ে যাওয়ায় মাঠের বাইরে ছিলাম ৷ ওদের তখন 125 রান চলছে ৷ ভেবেছিলাম 145-এর বেশি এগোতে পারবে না ৷ কিন্তু মিডল অর্ডারে রশিদ খান এসে ম্যাচটাই পালটে দিল ৷ ফাইনালে পা দেওয়ার এক ধাপ আগে আমরা থমকে গেছিলাম ৷"
ভারতীয় দলের এই বোলার আরও বলেন, "ওই মুহূর্তটা খুব হতাশার ছিল ৷ ঠিকঠাক কম্বিনেশন নিয়ে খেললে সেবার জিততে পারতাম ৷ তবে এটা ক্রিকেট ৷ আজ হোক বা কাল আমরা অবশ্যই জিতব ৷" চলতি বছরে টিমকে ঢেলে সাজিয়েছে নাইট কর্তৃপক্ষ ৷ কোচের পদে এসেছেন ব্রেন্ডন ম্যাকালাম ৷ ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান, শুভমন গিল,আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, প্রসিধ কৃষ্ণাদের নিয়ে 2020 IPL ট্রফি ঘরে তুলতে চাইছে দল ৷