পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুম্বই বিমানবন্দরে আটক ক্রুনাল পাণ্ডিয়া - মুম্বই বিমানবন্দর

ক্রুনালের বিরুদ্ধে হিসাব বর্হিভূত সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী দেশে আনার অভিযোগ ওঠে ৷ রিপোর্ট অনুযায়ী 29 বছরের এই ক্রিকেটারের কাছ থেকে অনুমতির থেকে বেশি সোনা পাওয়া গেছে ৷

ক্রুনাল পাণ্ডিয়া
ক্রুনাল পাণ্ডিয়া

By

Published : Nov 12, 2020, 8:09 PM IST

Updated : Nov 12, 2020, 9:16 PM IST

মুম্বই, 12 নভেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে দেশে ফেরার পথে মুম্বই বিমানবন্দরে ক্রিকেটার ক্রুনাল পাণ্ডিয়াকে আটক করল ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টিলেজেন্স (DRI) ৷ বিমানবন্দরে আসার পর তাঁকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয় ৷

ক্রুনালের বিরুদ্ধে হিসাব বর্হিভূত সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী দেশে আনার অভিযোগ ওঠে ৷ রিপোর্ট অনুযায়ী 29 বছরের এই ক্রিকেটারের কাছ থেকে অনুমতির থেকে বেশি সোনা পাওয়া গেছে ৷ বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে DRI ৷ এছাড়া অন্যান্য মূল্যবান সামগ্রীর কাগজ চাওয়া হয়েছে ক্রুনালের কাছে ৷

মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 খেতাব জয় করেছেন ক্রুনাল ৷ মঙ্গলবার রোহিত শর্মার দল তাদের পঞ্চম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জয় করে ৷ ফাইনালে তাঁরা 5 উইকেটে হারায় দিল্লি ক্যাপিটালসকে ৷

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে 71টি IPL ম্যাচে মাঠে নেমেছেন ক্রুনাল ৷ 2017 সালে চ্যাম্পিয়ন মুম্বই দলের ফাইনালে তিনি ম্যাচের সেরা হয়েছিলেন ৷ সেবার রাইজিং পুনে সুপার জায়েন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হন রোহিতরা ৷

সম্প্রতি অস্ট্রেলিয়াগামী বিমান ধরেছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়েছেন ক্রুনাল পাণ্ডিয়ার ভাই হার্দিক পাণ্ডিয়া ৷ তবে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে জায়গা হয়নি ক্রুনালের ৷

Last Updated : Nov 12, 2020, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details