দুবাই, 30 সেপ্টেম্বর : শুরুটা হার দিয়ে হলেও সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে জিতে আত্মবিশ্বাস জোগাড় করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স । ব্যাট হাতে নাইটদের তরুণ তুর্কি শুভমন গিলের তাণ্ডব দেখা গেছে । বুধবার দুবাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে নামছে কিং খানের দল । আর তৃতীয় ম্যাচেই কঠিন পরীক্ষার সামনে দীনেশ কার্তিকরা । এবার তাদের সামনে অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস ।
চলতি IPL - এ জয়পুরের ফ্র্যাঞ্চাইজিটি প্রথম ম্যাচ থেকেই খেল দেখাচ্ছে । পরপর দু'টি ম্যাচে স্কোরবোর্ডে দুশোর উপরে রান তোলে তারা । প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 216 রানের পর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে 224 রান তাড়া করতে গিয়ে 3 বল বাকি থাকতেই 226 রান তোলে রাজস্থান । আত্মবিশ্বাসে ভরপুর এরকম একটা টিমের বিরুদ্ধে বাড়তি সচেতন থাকতে হবে নাইটদের ।
রাজস্থানের দুর্দান্ত ব্যাটিং বিভাগই নাইটদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ । তার উপর স্বপ্নের ফর্মে রয়েছেন কেরালার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন । রাজস্থানের জোড়া জয়ে সঞ্জুর বড় অবদান রয়েছে । ফর্মে রয়েছেন অধিনয়ক স্টিভ স্মিথও । রাজস্থানের লুকানো প্রতিভাদের থেকেও সাবধান থাকতে হবে নাইটদের । আগের ম্যাচেই পঞ্জাবকে ঘোল খাইয়েছিল কোন এক অচেনা রাহুল তেওয়াটিয়া । পঞ্জাবকে অবাক করে দিয়ে একের পর এক পেল্লাই ছক্কার সাহায্যে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন এই অন্য রাহুল । নাইটদের বিরুদ্ধে তাঁর দিকে নজর থাকবে সবার । সতর্ক থাকতে হবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটসম্যান জস বাটলারের থেকেও ।