পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শুভমন-রাসেল বনাম রোহিত-হার্দিক, KKR- মুম্বই ম্যাচে বিগ হিটারদের লড়াই

সদ্য সীমিত ওভারের সিরিজ় শেষে যোগ দেওয়া ইয়ন মরগ্যান KKR- এর অন্যতম শক্তি । রয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক ও নীতিশ রানা । প্রয়োজনের সময় দলের হাল কীভাবে ধরতে হয় তাঁরা জানেন ।

Kkr
Kkr

By

Published : Sep 23, 2020, 7:00 AM IST

Updated : Sep 23, 2020, 2:56 PM IST

আবু ধাবি, 23 সেপ্টেম্বর : একটি দল যদি সুন্দর ও শক্তিশালী হয় তো অন্যটি শান্ত অথচ ঘাতক প্রকৃতির । কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের । বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে নাইটরা । মুম্বইকে হারিয়ে 2020 IPL- এর অভিযানটা স্মরণীয় করে রাখতে চাইবে দীনেশ কার্তিকের দল । তেমনই চলতি মরশুমে প্রথম জয়ের লক্ষে মরিয়া হয়ে নামবে রোহিত শর্মা অ্যান্ড কোং ।

বুধবারের এই ম্যাচে আবু ধাবির মন্থর পিচে ক্রিকেটপ্রেমীরা দেখবে দুই দলের বিগ হিটারদের লড়াই । নাইটদের কাছে যেমন রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শুভমন গিলরা । তেমনই বিপক্ষ দলের শক্তি রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ডদের চওড়া ব্যাট । কেরিয়ারের তৃতীয় IPL- এ নিজের পাওয়ার হিটিং ক্ষমতা দিয়ে সকলের নজর কাড়তে চান তরুণ শুভমন গিল । মুম্বই বোলারদের ছুঁড়ে দেওয়া দেওয়া চ্যালেঞ্জগুলিকে সপাটে মাঠের বাইরে ফেলতে চান । একই কথা প্রযোজ্য রোহিত শর্মার ক্ষেত্রেও । প্রথম ম্যাচে হিটম্যান-এর ব্যাট সেভাবে জ্বলে ওঠেনি । দ্বিতীয় ম্যাচে হয়ত অনুরাগীদের আর অপেক্ষা করাবেন না ।

সুনীল নারিন, কুলদীপ যাদব এবং সর্বোপরি KKR- এর মাল্টি মিলিয়ন ডলারের পেসার প্যাট কামিন্সের বিরুদ্ধে আগুন ঝরাতে তৈরি দীর্ঘদিন পর মাঠে নামা হার্দিক পাণ্ডিয়া । গত ম্যাচে ভয়ংকর রূপ ধারণ করার আগেই ফিরতে হয়েছিল পণ্ডিয়াকে । নাইটদের বিরুদ্ধে মরিয়া হয়ে থাকবেন তিনি । হার্দিককে জবাব দিতে তৈরি বিধ্বংসী ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল । গত মরশুমে ব্যাটিং অর্ডার নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাসেল । নিচের দিকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তের জবাব দিয়েছিলেন 52টি ছয় হাঁকিয়ে । এবার ব্যাটিং অর্ডারে রাসেলের উন্নতির প্রবল সম্ভাবনা । তাঁকে তিন নম্বরে পাঠানোর কথা ভাবছে নাইট ম্যানেজমেন্ট । ওপেনিংয়ে থাকছেন গিল ও নারিন ।

তবে নাইটদের জমাটি মিডল অর্ডারের কথা না বললেই নয় । সদ্য সীমিত ওভারের সিরিজ় শেষে যোগ দেওয়া ইয়ন মরগ্যান KKR- এর অন্যতম শক্তি । রয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক ও নীতিশ রানা । প্রয়োজনের সময় দলের হাল কীভাবে ধরতে হয় তাঁরা জানেন । প্যাট কামিন্স ছাড়া পেস বিভাগে কমলেশ নাগারকোটি, শিবম মাভিরা রয়েছেন । স্পিন বিভাগে নারিনকে সঙ্গ দেবেন কুলদীপ । কুলদীপ ছন্দ খুঁজে পেলে সেটা হবে নাইটদের বড় পাওনা ।

সৌরভ তিওয়ারিকে চার নম্বরে তুলে এনে সবচেয়ে বেশি অবাক করেছে মুম্বই ইন্ডিয়ান্স । আবু ধাবিতে নাইটদের বিরুদ্ধেও তিওয়ারির ব্যাট জ্বলে ওঠে কি না দেখা যাক ।

Last Updated : Sep 23, 2020, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details