পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনিকে টপকালেন বিরাট - সৌরভ গাঙ্গুলি

মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি  ৷

বিরাট কোহলি

By

Published : Sep 3, 2019, 3:18 AM IST

Updated : Sep 3, 2019, 7:58 AM IST

কিংসটন, 3 সেপ্টেম্বর : একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন বিরাট কোহলি ৷ সে ব্যাটসম্যান হিসেবে হোক বা অধিনায়ক হিসেবে ৷ আর সেই তালিকায় নতুন সংযোজন, অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট জয় ৷ ওয়েস্ট ইন্ডিজ়কে দ্বিতীয় টেস্টে হারানোর পরই অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন তিনি ৷ জেতার হারেও ধোনির থেকে এগিয়ে বিরাট ৷

ক্যারিবিয়ান সফরের আগে অধিনায়ক হিসেবে 26 টেস্টে জয়ের মুখ দেখেছিলেন বিরাট ৷ আর ওয়েস্ট ইন্ডিজ়কে দুটি টেস্টে হারানোর পর অধিনায়ক হিসেবে তাঁর টেস্ট জয়ের সংখ্যা দাঁড়াল 28 ৷ অধিনায়ক হিসেবে 60 টেস্টের মধ্যে 27টিতে জিতেছিলেন ধোনি ৷ 12 টি টেস্ট কম খেলেই তাঁকে টপকে গেলেন বিরাট ৷ জেতার হারের নিরিখেও ভারতীয় টেস্ট অধিনায়কদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিনি ৷ জয়ের হার 58.33 শতাংশ ৷ তাঁর থেকে এগিয়ে রয়েছেন শুধুমাত্র রবি শাস্ত্রী ও ভিজিয়ানাগ্রাম ৷ তবে, তাঁরা দুজনে মিলে চারটি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৷

ট্রফি হাতে বিরাট

দেশের সফলতম টেস্ট অধিনায়ক হলেও তাতে ভেসে যেতে রাজি নন বিরাট ৷ বরং দলের সম্মিলিত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিলেন তিনি ৷ বলেন, "অধিনায়কত্ব (ক্যাপ্টেন্সি) শুধুমাত্র নামের আগে একটা সি (C) ৷ এটা দলের সম্মিলিত প্রচেষ্টা ৷ আর সেটাই গুরুত্বপূর্ণ ৷ আমাদের কাছে এটা শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু ৷ অতীতে কী ঘটেছে, তার কোনও প্রাসঙ্গিকতা নেই ৷"

দেশের সফলতম টেস্ট অধিনায়ক হলেও তাতে ভেসে যেতে চান না বিরাট

এর আগে, প্রথম টেস্ট জয়ের পর আরও একটি নজির গড়েছিলেন বিরাট ৷ অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সর্বাধিক টেস্ট জেতার নিরিখে সৌরভ গাঙ্গুলিকে টপকে গিয়েছিলেন তিনি ৷ দেশের বাইরে 28 টির মধ্যে 11 টেস্টে জিতেছিলেন অধিনায়ক সৌরভ ৷ দুটি টেস্ট কম খেলেই সৌরভকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি ৷

দলের সম্মিলিত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিলেন বিরাট
Last Updated : Sep 3, 2019, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details