কিংসটন, 3 সেপ্টেম্বর : একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন বিরাট কোহলি ৷ সে ব্যাটসম্যান হিসেবে হোক বা অধিনায়ক হিসেবে ৷ আর সেই তালিকায় নতুন সংযোজন, অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট জয় ৷ ওয়েস্ট ইন্ডিজ়কে দ্বিতীয় টেস্টে হারানোর পরই অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন তিনি ৷ জেতার হারেও ধোনির থেকে এগিয়ে বিরাট ৷
ক্যারিবিয়ান সফরের আগে অধিনায়ক হিসেবে 26 টেস্টে জয়ের মুখ দেখেছিলেন বিরাট ৷ আর ওয়েস্ট ইন্ডিজ়কে দুটি টেস্টে হারানোর পর অধিনায়ক হিসেবে তাঁর টেস্ট জয়ের সংখ্যা দাঁড়াল 28 ৷ অধিনায়ক হিসেবে 60 টেস্টের মধ্যে 27টিতে জিতেছিলেন ধোনি ৷ 12 টি টেস্ট কম খেলেই তাঁকে টপকে গেলেন বিরাট ৷ জেতার হারের নিরিখেও ভারতীয় টেস্ট অধিনায়কদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিনি ৷ জয়ের হার 58.33 শতাংশ ৷ তাঁর থেকে এগিয়ে রয়েছেন শুধুমাত্র রবি শাস্ত্রী ও ভিজিয়ানাগ্রাম ৷ তবে, তাঁরা দুজনে মিলে চারটি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৷