পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্ট ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে বিরাট, তালিকায় আর কোন কোন ভারতীয় ? - দ্বিতীয় স্থানে বিরাট কোহলি

টেস্ট ব়্যাঙ্কিংয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ভারত । তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভালো ফল করলে উঠে আসতে পারে আরও উপরে ।

ICC Test Ranking
বিরাট কোহলি

By

Published : Dec 15, 2020, 6:36 PM IST

Updated : Dec 15, 2020, 7:32 PM IST

দুবাই, 15 ডিসেম্বর : আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি । তালিকায় রয়েছেন আরও দুই ভারতীয় ব্যাটসম্যান । সপ্তম স্থানে রয়েছেন চেতেশ্বর পুজারা ও দশম স্থানে অজিঙ্ক রাহানে ।

886 পয়েন্ট নিয়ে টেস্টের সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় ভারতীয় হিসেবে সবথেকে উপরে রয়েছেন বিরাট । 911 পয়েন্ট নিয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে স্টিভ স্মিথ । তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন । তাঁর পরই রয়েছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানে, পাকিস্তানের বাবর আজ়ম । বর্তমানে চোটজনিত সমস্যায় ভুগছেন ডেভিড ওয়ার্নার । তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে ।

পুজারা 766 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন । অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন বেন স্টোকস (760), জো রুট (738) এবং অজিঙ্ক রাহানে (726) ।

সেরা দশ টেস্ট বোলারের তালিকায় রয়েছেন দুই ভারতীয় । 779 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে জশপ্রীত বুমরা ও 756 পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন । টেস্টে সেরা বোলারদের তালিকায় শীর্ষে রয়েছে অজ়ি বোলার প্যাট কামিন্স (904) । এরপর রয়েছে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও নিউজ়িল্যান্ডের নিল ওয়াগনারের নাম ।

আরও পড়ুন : ঋদ্ধি নয় পন্থকেই বাছবে দল, বলছেন গাভাস্কার

সেরা দশ টেস্ট অলরাউন্ডারের তালিকাতেও জায়গা করে নিয়েছেন অশ্বিন । সেরা অলরাউন্ডারের তালিকায় রয়েছেন রবীন্দ্র জাদেজাও । 397 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জাদেজা । অন্যদিকে 281 পয়েন্ট নিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন অশ্বিন । টেস্ট অলরাউন্ডারের তালিকায় প্রথম স্থানে রয়েছেন বেন স্টোকস ।

দলগতভাবে টেস্ট ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত(114 পয়েন্ট) । সদ্য ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় 2-0 -তে জিতে নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজ়িল্যান্ড । টেস্ট দল হিসেবে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া । নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া উভয় দলই 116 পয়েন্ট করে পেয়েছে । তালিকায় ভারতের পরে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ়, বাংলাদেশ ও জ়িম্বাবোয়ে । তবে চলতি সপ্তাহেই অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত । চার ম্যাচের টেস্ট সিরিজ় । সিরিজ়ে ভালো ফল করলে তৃতীয় স্থান থেকে আরও উপরে উঠে আসতে পারে ভারত ।

Last Updated : Dec 15, 2020, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details