পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নজরে কামিন্স - রাসেল, বোলিং ব্যর্থতা কাটিয়ে আজ হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া নাইটরা - Kolkata knight riders

মিডল অর্ডারে দক্ষিণের দলটির থেকে এগিয়ে রয়েছে KKR ।

H
H

By

Published : Sep 26, 2020, 12:39 PM IST

আবু ধাবি, 26 সেপ্টেম্বর : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সব বিভাগেই মুখ থুবড়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স । বিশেষ করে নাইটদের দুর্ভাগ্যজনক বোলিং সমালোচিত হয়েছে প্রবলভাবে । আজ শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাইটদের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ । মুম্বইয়ের বিরুদ্ধে হার ভুলে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া দীনেশ কার্তিকরা । প্যাট কামিন্স ছাড়াও আজ নজরে থাকবে রাসেলের ব্যাটিং অর্ডার ।

বড় রান তাড়া করতে গিয়ে তিন নম্বরে নেমেছিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক । সেই সিদ্ধান্ত অবাক না করলেও রাসেলকে ছয়ে নামানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে । নাইট সমর্থকরা চাইছে তিনে খেলুক ক্যারিবিয়ান অলরাউন্ডার । প্রয়োজন পড়লে রাসেলের ব্যাটিং অর্ডার এগিয়ে নিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন কোচ ব্র্যান্ডন ম্যাককুলাম । তাই আজ KKR- এর ব্যাটিং অর্ডারের দিকে নজর থাকবে সবার । রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে কেনা অজি পেসার প্যাট কামিন্সের পারফরমেন্সের দিকেও থাকবে নজর । একটা ম্যাচ দেখে কামিন্সকে বিচার করতে না করেছিলেন কার্তিক । সমালোচনা ধুয়ে ফেলতে কামিন্স কোন অস্ত্র বের করেন সেটাই দেখার ।

তবে নাইটদের বোলিং বিভাগ হায়দরাবাদের থেকে দুর্বল । আগের ম্যাচে ভালো বল করলেও শিবম মাভির মতো তরুণ পেসারের উপর ম্যাচ জেতানোর আশা করা যায় না । গতবছর থেকে ফর্মে নেই কুলদীপ । আজ সুযোগ পেতে পারেন কমলেশ নাগারকোটি । মাঝের ওভারগুলিতে উইকেট তোলার প্রয়োজন রয়েছে । অন্যদিকে ভুবনেশ্বর কুমার, রশিদ খান সমৃদ্ধ হায়দরাবাদের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী ।

KKR- এর থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিল মুম্বইয়ের টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিং । ডেভিড ওয়ার্নার, বেয়ারস্টো, মণীশ পান্ডেদের হায়দরাবাদের টপ অর্ডারও তাদের আসল শক্তি । মিডল অর্ডারে দক্ষিণের দলটির থেকে এগিয়ে রয়েছে KKR । দীনেশ কার্তিক, নীতিশ রানা, ইয়ন মরগ্যানদের মিডল অর্ডার নাইটদের শক্তি । সেদিক থেকে দেখতে হলে হায়দরাবাদের মিডল অর্ডারে ভরসা দেওয়ার মতো কোনও নাম নেই ।

দু'টি দলই নিজেদের প্রথম ম্যাচ হেরে একে অপরের মুখোমুখি হচ্ছে । টুর্নামেন্টে প্রথম জয় তুলে নেওয়াই লক্ষ্য তাদের ।

ABOUT THE AUTHOR

...view details