পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হায়দরাবাদকে হারিয়ে লাগাতার চার ম্যাচে জয় কিংস ইলেভেন পঞ্জাবের

ম্যাচের পর লোকেশ রাহুল বললেন, তাঁর দল জয়কে অভ্যাসে পরিণত করছে ।

হায়দরাবাদকে হারিয়ে লাগাতার চার ম্যাচে জয় কিংস ইলেভেন পঞ্জাবের
হায়দরাবাদকে হারিয়ে লাগাতার চার ম্যাচে জয় কিংস ইলেভেন পঞ্জাবের

By

Published : Oct 25, 2020, 8:37 AM IST

দুবাই, 25 অক্টোবর : ছন্দে ফিরছে কিংস ইলেভেন পঞ্জাব । টুর্নামেন্টের প্রথম দিকে লাগাতার হারে বিধ্বস্ত হয়ে পড়েছিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি । কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা । শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজ়ার্স হায়দরাবাদকে 12 রানে হারিয়েছেন রাহুলরা । লো স্কোরিং ম্যাচে জয় এনে দিয়েছে পঞ্জাবের পেস ব্রিগেড । পেসাররাই নিয়েছেন সাতটি উইকেট ।

টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা খেটে গিয়েছিল হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের । লোকেশ রাহুল, ক্রিস গেইল, নিকোলাস পুরানদের দ্রুত ফিরিয়ে পঞ্জাবকে 126 রানের বেশি তুলতে দেয়নি তারা । সর্বোচ্চ 32 রান করেন পুরান । এমনিতে লো স্কোরিং ম্যাচে বোলারদের উপরই আসল দায়িত্ব থাকে । শনিবারের ম্যাচে পঞ্জাবের বোলিং ব্রিগেড সেই দায়িত্ব তুলে নেয় । নির্ধারিত লক্ষ্যমাত্রার 12 রান আগেই ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোদের আটকে দেয় তারা । বল হাতে আগুন ঝরান ক্রিস জর্ডন, 21 বছরের তরুণ অর্শদীপ সিং । তিনটি করে উইকেট ভাগ করে নেন তাঁরা । জর্ডনের বোলিং ফিগার 4-17-3 । 3.5 ওভারে 23 রান দিয়ে তিনটি উইকেট নেন অর্শদীপ । মহম্মদ সামির ঝুলিতে এসেছে একটি উইকেট । 19.5 ওভারে 114 রান তোলে হায়দরাবাদ ।

প্রাথমিক ধাক্কা সামলে পরপর চার ম্যাচে জয় । ম্যাচের পর লোকেশ রাহুল বললেন, তাঁর দল জয়কে অভ্যাসে পরিণত করছে । যা টুর্নামেন্টের প্রথম ধাপে দেখা যায়নি । তাঁর কথায়, "লো স্কোরিং ম্যাচে 10 থেকে 15 রানটাই গুরুত্বপূর্ণ । এই জয়ে সবার অবদান রয়েছে । শুধুমাত্র খেলোয়াড়রাই নয়, সহযোগী স্টাফরাও এই জয়ে সামিল ।" তিনি আরও বলেন, "এই দু'মাসে অনেক কিছু বদলে যেতে পারে । আমরা পয়েন্ট টেবিলের শেষে থাকলেও ঘাবড়ে যাইনি । জয়ের ধারা বজায় রাখার চেষ্টা জারি রেখেছি ।"

ABOUT THE AUTHOR

...view details