পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হৃদরোগে আক্রান্ত কপিল দেব, ভরতি হাসপাতালে

হৃদরোগে আক্রান্ত কপিল দেব । দিল্লির একটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে ।

kapil
kapil

By

Published : Oct 23, 2020, 2:37 PM IST

Updated : Oct 23, 2020, 3:43 PM IST

দিল্লি, 23 অক্টোবর : হৃদরোগে আক্রান্ত কপিল দেব । দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে । তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে । আপাতত অবস্থা স্থিতিশীল । চিকিৎসক অতুল মাথুর তাঁর চিকিৎসা করছেন ।

কপিল দেবের অসুস্থতার কথা টুইটারে জানান ক্রীড়া সাংবাদিক টিনা ঠাকের । তিনি লেখেন, "কপিল দেব হৃদরোগে আক্রান্ত । দিল্লির হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে । তাঁর দ্রুত সুস্থতা কামনা করি । "

বিশ্বকাপজয়ী প্রাক্তন এই ক্রিকেট অধিনায়কের অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ক্রীড়া মহল । ক্রীড়াপ্রেমীরাও দুশ্চিন্তায় । প্রত্যেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন ।

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটর গৌতম গম্ভীর, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন । ভোগলে টুইটে লেখেন, "কপিল দেবের দ্রুত সুস্থতা কামনা করি । এখনও অনেক পথ চলা বাকি । "

সাইনা টুইট করেন, "স্যার আপনার দ্রুত আরোগ্য কামনা করি ।"

বিশ্ব ক্রিকেটে ভারতের স্থান তৈরিতে কপিল দেবের ভূমিকা প্রশংসনীয় । 225টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি । 253টি উইকেট নিয়েছেন । 3783 রান করেছেন । 1983 সালে ভারত তাঁরই অধিনায়কত্বে বিশ্বকাপ জয় করে ।

Last Updated : Oct 23, 2020, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details