পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন কপিল - কপিল দেব

দেশের তৃতীয় ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে করোনা টিকা নিলেন কপিল দেব ৷

Kapil Dev gets first dose of COVID-19 vaccine
Kapil Dev gets first dose of COVID-19 vaccine

By

Published : Mar 3, 2021, 6:05 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ : রবি শাস্ত্রীর পর এবার কপিল দেব ৷ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷ আজ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অতুল মাথুরের উপস্থিতিতে 62 বছরের এই ক্রিকেট কিংবদন্তীকে টিকা দেওয়া হয় ৷

দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ ৷ এই পর্যায়ে ষাটোর্ধ্ব এবং পঁয়তাল্লিশ বছরের উর্ধ্বে থাকা কোমর্বিডিটি যুক্ত ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ গতকালই ভ্যাকসিন নিয়েছেন ভারতীয় দলের বর্তমান কোচ রবি শাস্ত্রী ৷ চতুর্থ টেস্ট শুরুর আগে আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি ৷ দেশের প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে টিকা নেন শাস্ত্রী ৷ আজ সকালে টিকা নেন আরও এক প্রাক্তন ক্রিকেটার মদনলাল ৷ সেদিক থেকে দেশের তৃতীয় ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে করোনা টিকা নিলেন কপিল দেব ৷ গতবছর হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন কপিল দেব ৷

আরও পড়ুন : করোনার প্রতিষেধকের প্রথম ডোজ নিলেন শাস্ত্রী

গতকাল দিল্লির জীবন হাসপাতালে গিয়ে টিকা নেন 83'র বিশ্বকাপজয়ী দলের আরও এক সদস্য মদনলাল ৷ টিকা নেওয়ার ছবি টুইট করে তিনি লেখেন, 'করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভ্যাকসিন নিলাম ৷ নিজেকে গর্বিত মনে হচ্ছে ৷' হাসপাতালের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details