লন্ডন, 15 জুলাই : বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হবেন ? সম্ভাব্যদের তালিকাটা ছিল দীর্ঘ— রোহিত শর্মা কিংবা ডেভিড ওয়ার্নার হলে মিচেল স্টার্ক কেন নয়? অলরাউন্ডার শাকিব আল হাসানই বা কী দোষ করেছেন ? এতসব নামের মধ্যে কেন উইলিয়ামসনের নামটাও মনে রাখতে হয়েছে সবাইকে । যিনি কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন । শেষ পর্যন্ত বিশ্বকাপ না পেলেও রোহিত, শাকিবদের হারিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি ।
2019 বিশ্বকাপে ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন । 10টি ইনিংসে দু'টি সেঞ্চুরি এবং দু'টি হাফসেঞ্চুরি-সহ 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক । গড় 82.57 । স্ট্রাইক-রেট 74.97 । সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে । করেছেন 148 । পুরো বিশ্বকাপেই উইলিয়ামসন ছিলেন কিউয়ি ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড । অন্যদের ব্যর্থতার দিনে ব্ল্যাকক্যাপ অধিনায়ক একাই টেনে নিয়ে গেছেন দলকে ।