ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টুর্নামেন্ট সেরা "ট্র্যাজিক হিরো" উইলিয়ামসন - rohit sharma

10টি ইনিংসে দু'টি সেঞ্চুরি এবং দু'টি হাফসেঞ্চুরি-সহ 578 রান করে দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় টুর্নামেন্ট সেরা নির্বাচিত হলেন কেন উইলিয়ামসন ।

টুর্নামেন্ট সেরা "ট্র্যাজিক হিরো" উইলায়ামসন
author img

By

Published : Jul 15, 2019, 5:20 AM IST

Updated : Jul 15, 2019, 9:32 AM IST

লন্ডন, 15 জুলাই : বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হবেন ? সম্ভাব্যদের তালিকাটা ছিল দীর্ঘ— রোহিত শর্মা কিংবা ডেভিড ওয়ার্নার হলে মিচেল স্টার্ক কেন নয়? অলরাউন্ডার শাকিব আল হাসানই বা কী দোষ করেছেন ? এতসব নামের মধ্যে কেন উইলিয়ামসনের নামটাও মনে রাখতে হয়েছে সবাইকে । যিনি কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন । শেষ পর্যন্ত বিশ্বকাপ না পেলেও রোহিত, শাকিবদের হারিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি ।

2019 বিশ্বকাপে ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন । 10টি ইনিংসে দু'টি সেঞ্চুরি এবং দু'টি হাফসেঞ্চুরি-সহ 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক । গড় 82.57 । স্ট্রাইক-রেট 74.97 । সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে । করেছেন 148 । পুরো বিশ্বকাপেই উইলিয়ামসন ছিলেন কিউয়ি ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড । অন্যদের ব্যর্থতার দিনে ব্ল্যাকক্যাপ অধিনায়ক একাই টেনে নিয়ে গেছেন দলকে ।

in article image
বিশ্বকাপে 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক

এদিকে ফাইনালে তাঁর 30 রানের ইনিংসের সুবাদে গড়েছেন আরও একটি রেকর্ড । কোনও একটি বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী এখন তিনিই । এর আগে 2007 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা অধিনায়ক জয়বর্ধনের করা 548 রান ছিল কোনও একটি বিশ্বকাপে কোনও ক্যাপ্টেনের সর্বাধিক রান ।

কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন তিনি

ম্যাচের শেষে বিশ্বচ্যাম্পিয়ন না হতে পারার আক্ষেপ দূরে রেখে কেন উইলিয়ামসন বলেন, "নির্দিষ্টভাবে এটা শুধু একটা রানের ব্যাপারই নয় । ম্যাচের ছোটো ছোটো অনেক কিছুই আমাদের বিপক্ষে যেতে পারত । চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভিনন্দন ।" পাশাপাশি সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, "নিউজ়িল্যান্ড দলকে ধন্যবাদ জানাতে চাই । পুরো টুর্নামেন্টে খেলোয়াড়রা যে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সত্যি তা অসাধারণ ।"

Last Updated : Jul 15, 2019, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details