দিল্লি, 16 অগাস্ট : অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রথম টুর্নামেন্ট ৷ একই সঙ্গে প্রথম টি-20 বিশ্বকাপ ৷ ফাইলালে ভারত ৷ প্রতিপক্ষ পাকিস্তান ৷ ফাইনাল ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র 13 রান ৷ ব্যাটিং করছিলেন মিসবা উল হক ৷ ধোনি বল তুলে দেন নবাগত যোগিন্দর শর্মার হাতে ৷ ওভারের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান মিসবা ৷ পরের বলে স্কুপ করতে গিয়ে শ্রীশন্থের হাতে ক্যাচ দেন পাকিস্তানি ক্রিকেটার ৷ বিশ্বকাপ ঘরে তোলে ভারত ৷ কিন্তু প্রশ্নটা আপামর ক্রিকেট ভক্তদের মনে গেঁথেই ছিল ৷ কেন চাপের মুখে যোগিন্দর শর্মাকে বল দিলেন ধোনি ? আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহি ৷ তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে সেই যোগিন্দর শর্মা-ই খোলসা করলেন কেন মাহি ফাইনালের শেষ ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন ৷
রোহতকের যোগিন্দর শর্মা বলছেন, তাঁর সেরা ‘‘ধোনি মুহূর্ত’’ 2007 সালে টি-20 বিশ্বকাপ ফাইনালে তাঁর হাতে বল তুলে দেওয়া নয়, 28 বছরের খরা কাটিয়ে ওয়াংখেড়েতে ওয়ান ডে বিশ্বকাপ হাতে তোলা তাঁর সেরা ‘‘ধোনি মুহূর্ত’’ ৷ মুম্বইয়ে চাপের মুখে ঠান্ডা মাথায় ধোনি ফাইনাল ম্যাচ জিতিয়ে কোটি কোটি ভারতীয় সমর্থকের স্বপ্নটা পূরণ করতে পেরেছিলেন ৷
যোগিন্দর শর্মা জানাচ্ছেন, ঘরোয়া ক্রিকেট খেলার সময় একে অপরের বিরুদ্ধে খেলেছেন ৷ তাই ধোনি তাঁর প্রতিভা জানতেন ৷ প্রথম টি-20 বিশ্বকাপে ভারতের প্রথম সারির কয়েকজন ক্রিকেটার অংশ নেননি ৷ একগুচ্ছ তরুণ ক্রিকেটারকে যে আত্মবিশ্বাস নিয়ে ধোনি সামলেছেন, তা এককথায় অসাধারণ ৷ যোগিন্দর শর্মা বলছেন, ধোনি প্রথমে পরিকল্পনা করেন ৷ পরে তার বাস্তবায়নে নজর দেন।