পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে কেন যোগিন্দরের হাতে বল তুলে দিয়েছিলেন ধোনি ?

যোগিন্দর শর্মা বলছেন, তাঁর সেরা ‘‘ধোনি মুহূর্ত’’ 2007 সালে টি-20 বিশ্বকাপে ফাইনালে তাঁর হাতে বল তুলে দেওয়া নয়, 28 বছরের খরা কাটিয়ে ওয়াংখেড়েতে ওয়ান ডে বিশ্বকাপ হাতে তোলা ৷ মুম্বইয়ে চাপের মুখে ঠান্ডা মাথায় ধোনি ফাইনাল ম্যাচ জিতিয়ে কোটি কোটি ভারতীয় সমর্থকের স্বপ্নটা পূরণ করতে পেরেছিলেন বলে মত যোগিন্দরের ৷

যোগিন্দার শর্মা
যোগিন্দার শর্মা

By

Published : Aug 16, 2020, 3:53 PM IST

দিল্লি, 16 অগাস্ট : অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রথম টুর্নামেন্ট ৷ একই সঙ্গে প্রথম টি-20 বিশ্বকাপ ৷ ফাইলালে ভারত ৷ প্রতিপক্ষ পাকিস্তান ৷ ফাইনাল ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র 13 রান ৷ ব্যাটিং করছিলেন মিসবা উল হক ৷ ধোনি বল তুলে দেন নবাগত যোগিন্দর শর্মার হাতে ৷ ওভারের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান মিসবা ৷ পরের বলে স্কুপ করতে গিয়ে শ্রীশন্থের হাতে ক্যাচ দেন পাকিস্তানি ক্রিকেটার ৷ বিশ্বকাপ ঘরে তোলে ভারত ৷ কিন্তু প্রশ্নটা আপামর ক্রিকেট ভক্তদের মনে গেঁথেই ছিল ৷ কেন চাপের মুখে যোগিন্দর শর্মাকে বল দিলেন ধোনি ? আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহি ৷ তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে সেই যোগিন্দর শর্মা-ই খোলসা করলেন কেন মাহি ফাইনালের শেষ ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন ৷

রোহতকের যোগিন্দর শর্মা বলছেন, তাঁর সেরা ‘‘ধোনি মুহূর্ত’’ 2007 সালে টি-20 বিশ্বকাপ ফাইনালে তাঁর হাতে বল তুলে দেওয়া নয়, 28 বছরের খরা কাটিয়ে ওয়াংখেড়েতে ওয়ান ডে বিশ্বকাপ হাতে তোলা তাঁর সেরা ‘‘ধোনি মুহূর্ত’’ ৷ মুম্বইয়ে চাপের মুখে ঠান্ডা মাথায় ধোনি ফাইনাল ম্যাচ জিতিয়ে কোটি কোটি ভারতীয় সমর্থকের স্বপ্নটা পূরণ করতে পেরেছিলেন ৷

যোগিন্দর শর্মা জানাচ্ছেন, ঘরোয়া ক্রিকেট খেলার সময় একে অপরের বিরুদ্ধে খেলেছেন ৷ তাই ধোনি তাঁর প্রতিভা জানতেন ৷ প্রথম টি-20 বিশ্বকাপে ভারতের প্রথম সারির কয়েকজন ক্রিকেটার অংশ নেননি ৷ একগুচ্ছ তরুণ ক্রিকেটারকে যে আত্মবিশ্বাস নিয়ে ধোনি সামলেছেন, তা এককথায় অসাধারণ ৷ যোগিন্দর শর্মা বলছেন, ধোনি প্রথমে পরিকল্পনা করেন ৷ পরে তার বাস্তবায়নে নজর দেন।

আরও পড়ুন :- হেলিকপ্টার শটের মতোই চমক, আন্তর্জাতিক কেরিয়ারের ফিনিশিঙেও কুল ক্যাপ্টেন

ধোনিতে উচ্ছ্বসিত যোগিন্দর বলছেন, ‘‘বেশিরভাগ লোক মনে রেখেছেন আমি ফাইনাল ম্যাচের শেষ ওভারে বল করেছিলাম ৷ কিন্তু, বেশিরভাগই মনে রাখেননি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও শেষ ওভারে আমি বল করেছিলাম ৷ শেষ ওভারে অজ়িদের 22 রান দরকার ছিল ৷ কিন্তু, তারা মাত্র 6 রান তোলে ৷ ব্রেট লি ও মাইকেল হাসির উইকেটও আমি নিয়েছিলাম ৷ আর পি সিং শেষের আগের ওভারে বোলিং করেছিলেন ৷ যেটা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেও হয়েছিল ৷ এটা ছিল ধোনির পরিকল্পনা ৷ যেটা ও সবসময় অনুসরণ করে ৷ তাই ফাইনাল ম্যাচেও শেষ ওভারে আমাকে বল দিতে ইতস্তত বোধ করেনি ৷’’

ধোনি তাঁকে ফাইনাল ওভারে বোলিং করার আগে কী পরামর্শ দিয়েছিলেন ? উত্তরে যোগিন্দর বলেন, ‘‘ ধোনি বলেছিলেন, রান নিয়ে চিন্তা কোরোনা ৷ তোমার বোলিং নিয়ে চিন্তা করো ৷ যদি রানও দাও, বেশি না ভেবে পরের বল নিয়ে চিন্তা করো ৷ রেজাল্ট যাই হোক, তোমার প্রতি আমার সমর্থন আছে ৷’’

মহেন্দ্র সিং ধোনি তো এইরকমই ৷ সবসময় তরুণদের সুযোগ দিয়ে গেছেন ৷ তাঁদের সমর্থন করেছেন ৷ গড়েছেন ভবিষ্যতের মেন ইন ব্লুজের সদস্য ৷

ABOUT THE AUTHOR

...view details