পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আর্চার ও টিনো বেস্টের টুইট যুদ্ধ - টিনো বেস্ট

ব্রডের পরিবর্তে আর্চারের জায়গা পাওয়ার কোনও যুক্তি খুঁজে পাননি ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন বোলার টিনো বেস্ট ৷ আর্চারের জায়গা পাওয়া নিয়ে টুইটে প্রশ্ন তোলেন তিনি ৷

image
জোফ্রে আর্চার

By

Published : Jul 11, 2020, 8:03 PM IST

সাউদাম্পটন, 11 জুলাই : স্ট্রুয়ার্ট ব্রড না জোফ্রে আর্চার ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্রডের পরিবর্তে দলে জায়গা হয়েছে আর্চারের ৷ যা নিয়ে প্রবল হতাশ ব্রড ৷ জনসমক্ষেই নিজের হতাশ প্রকাশ করেছেন শেষ দুই বছরে ইংল্যান্ডের সেরা টেস্ট বোলার ৷ তবে ব্রডের পরিবর্তে আর্চারের জায়গা পাওয়ার কোনও যুক্তি খুঁজে পাননি ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন বোলার টিনো বেস্ট ৷ আর্চারের জায়গা পাওয়া নিয়ে টুইটে প্রশ্ন তোলেন তিনি ৷ জবাব দেন আর্চারও ৷ দুজনের টুইট যুদ্ধে শোরগোল ফেলে দেয় ৷

আর্চারের বোলিং স্পিড নিয়ে টিনো বেস্ট টুইট করেন, ‘‘ সত্যি সত্যি,আর্চার কেনও ব্রডের জায়গায় খেলছেন ? যেটা সত্যি সেটা সত্যিই ৷ কারণ তোমার কাছে উড আছে যে 90 মাইল প্রতি ঘণ্টা গতিবেগে বোলিং করতে পারে ৷ এবং ব্রডের মতো একই গতিতে সে বোলিং করছে ৷ ব্রডকে নিয়ে আমার কোনও সমস্যা নেই ৷ তাই এটা মোটেও ঠিক হয়নি ৷’’

এরপর টুইটারে এর জবাব দিতে বেশি সময় নেননি জোফ্রে আর্চার ৷ তিনি লেখেন, ‘‘ তোমার এত জ্ঞান, তুমি এখনও কেনও কোচ হওনি ৷’’

আরও পড়ুন :- ইংল্যান্ড স্টপগ্যাপ অধিনায়ক বেন স্টোকসের অনন্য কৃতিত্ব

প্রত্যুত্তরে টিনো বেস্ট লেখেন, ‘‘ ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করো না ৷ ঘটনটি আছে তোমার বোলিং নিয়ে ৷ এবং অ্যাসেজ থেকে তুমি আগের গতিতে বোলিং করতে পারোনি ৷ এখন ঘুমায় এবং বিশ্রাম নাও ৷ এখন ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটিং করবে, তোমাকে বোলিং করতে হবে ৷ গুড বাই জোফ্রে ৷’’

আগেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা না পেয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন স্ট্রুয়ার্ট ব্রড ৷ কোরোনা পরবর্তী পরিস্থিতিতে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ৷ প্রথম একাদশে জায়গা পেতে মরিয়া ছিলেন ব্রড ৷ পর পর 51 টি টেস্ট ম্যাচ খেলার পর প্রথমবার দলে থেকে বাদ পড়লেন স্ট্রুয়ার্ট ব্রড৷ ইংল্যান্ডের স্টপগ্যাপ অধিনায়ক বেন স্টোকস প্রথম ম্যাচে ব্রডকে বসানোর সিদ্ধান্ত নেন ৷

ABOUT THE AUTHOR

...view details