দিল্লি, 29 জানুয়ারি : টেস্ট সিরিজ় শুরুর আগেই হুঁশিয়ারি ইংলিশ পেসার জোফ্রে আর্চার ৷ তাঁর দাবি, স্পিনার দিয়ে তাঁদের আটকানো যাবে না কারণ ইংল্যান্ড দলেও কোয়ালিটি স্পিনার আছে ৷
তবে তিনি আশাবাদী ভারতের 22 গজ স্পোর্টিং হবে ৷ যেখানে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের জন্যও কিছু থাকবে ৷ তবে ভারতকে হালকাভাবে নিতে নারাজ ইংরেজ পেসার ৷
সম্প্রতি অস্ট্রেলিয়াকে তাঁদের দেশেই 2-1 ব্যবধানে হারিয়েছে ভারত ৷ অন্যদিকে শ্রীলঙ্কাকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারতে এসেছে ইংল্যান্ড ৷ 25 বছরের আর্চার ভারতের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ সম্পর্কে অবগত ৷ তবে সিরিজ়ে ভালো ফল করার জন্য আশাবাদী তিনি ৷ ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আর্চার বলেন স্পিন সহায়ক পিচেও সিরিজ়ে কঠিন লড়াই হবে ৷ কারণ ইংল্যান্ড দলেও দারুণ কিছু স্পিনার আছেন ৷
আরও পড়ুন : ছোটদের সঙ্গে লড়াই করেই ব্রিটিশ-সিংহ বধের হাত প্রস্তুতি সারবেন কোহলিরা
আর্চার বলেন, ‘‘আমি এখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রচুর ম্যাচ খেলেছি ৷ তবে ফার্স্ট ক্লাস ক্রিকেট সেভাবে খেলিনি ৷ তাই লাল বলে খেলাটা কঠিন হতে চলেছে এটা পরিষ্কার ৷ আইপিএলে ব্যাটসম্যানরা তোমাকে আক্রমণ করে ৷ কিন্তু টেস্টে তাঁরা যদি চায় একটি গোটা সেশন তোমার মাথায় চেপে যায় ৷ পিচ যদি খারাপ হয় তাহলে তোমার বিশেষ কিছু করার থাকে না ৷ তাই আশা করি ভালো 22 গজ হবে ৷ এবং বোলারদের জন্য তা পেস সহায়ক হবে ৷’’
আরও পড়ুন : স্বপ্ন পূরণের পথে, টেনিস কোর্টে ফেডেরারের বিরুদ্ধে খেলবে দুই ফ্যান
তারপরই তিনি বলেন, ‘‘স্পিনিং উইকেটেও ম্যাচ একপেশে হবে না ৷ আমাদের দলে একাধিক ভালো স্পিনার আছেন ৷ এবং ভারত স্পিন দিয়ে আমাদের ম্যাচ থেকে বের করতে পারবে না ৷’’
তবে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন না জোফ্রে আর্চার, বেন স্টোকস ও রোরি বার্নস ৷ তাই শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ড দল ভারতে আসার আগেই তাঁরা ভারতে আসেন ৷