দিল্লি, 31 জানুয়ারি : করোনা প্যানডেমিকের পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে ৷ তবে দর্শকশূন্য স্টেডিয়ামে ৷ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ় ৷ আর সিরিজ় মাতাতে পারেন বেশ কিছু ক্রিকেটার ৷
ব্রিটিশ অধিনায়ক জো রুট ৷ বর্তমান ক্রিকেটে ফেভারহিট ফোর ক্রিকেটারের তালিকায় আছেন রুট ৷ শ্রীলঙ্কা সফরের শুরু থেকেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন ৷ বুমরা, ইশান্তদের চ্যালেঞ্জ নেওয়ার আগে বুঝিয়ে দিয়েছেন তিনি তৈরি ৷
শ্রীলঙ্কা সিরিজ়ের প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই দ্বিশতরান করেন রুট ৷ দ্বিতীয় ম্যাচেও শতরানের পাশাপাশি উপমহাদেশে তাঁর অধিনায়কত্ব, বেশ ছাপ ছেড়েছে ৷ নিজের টেস্টে ক্রিকেট কেরিয়ারের 100 ম্য়াচের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ব্রিটিশ অধিনায়ক ৷
এখনও পর্যন্ত 697 জন ইংলিশ ক্রিকেটার ব্রিটিশদের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন ৷ রুট তাঁদের মধ্যে 15 তম ক্রিকেটার যিনি দেশের হয়ে 100 ম্যাচ খেলতে চলেছেন ৷ তাই ভারতের বিরুদ্ধে শততম ম্য়াচ স্মরণীয় করে রাখতে চাইবেন সে কথা বলাই যায় ৷
সদ্য 30 বছরে পা রেখেছেন ৷ ইতিমধ্যে 49 গড়ে 19টি শতরান আছে তাঁর নামের পাশে ৷ সর্বকালের সেরা ইংলিশ ক্রিকেটারের তালিকায় তিনি যে থাকবেন, তা নিসন্দেহে বলা যায় ৷ একদা তাঁকে নিয়ে ব্রিটিশ ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্য়ান বলেছিলেন, ‘‘ ও আমাদের সময়কালে সেরা ক্রিকেটারদের মধ্যে একজন ৷’’
যে ইয়র্কশায়ার অ্যাকাডেমি থেকে রুটের উত্থান, সেখানে দীর্ঘদিন কোচিং করিয়েছেন কেভিন সার্প ৷ একটি সাক্ষাৎকারে সার্প বলেন, ‘‘ জো-এর সঙ্গে আমার যখন প্রথম সাক্ষাৎ হয় তখন ওর বয়স মাত্র 12 বছর ৷ মাত্র 4 ফুট ছিল ওর উচ্চতা ৷ আমি নেটে ওকে বোলিং করছিলাম ৷ তবে আমি দ্রুত গতিতে বল করছিলাম না, যাতে ও আঘাত না পায় ৷ তবে ক্রমাগত দ্রুত গতিতে বোলিং করার জন্য আমাকে বলতে থাকে জো ৷ এরপর আমি ওকে একটি দ্রুত গতির বাউন্সার করি ৷ জো বলটা ক্লিপ করে দিশা দেখায় ৷ তারপর আমার দিকে তাকিয়ে বলে, ও এটা সত্যিই ভালো বল ছিল না !’’