গুয়াহাটি (অসম), ৪ ফেব্রুয়ারি : মহিলাদের ক্রিকেটে বোলারদের মধ্যে ODI তালিকায় শীর্ষস্থানে ঝুলন গোস্বামী। তাঁর পয়েন্ট ৭৩০। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন স্মৃতি মন্ধানা। তাঁর পয়েন্ট ৭৯৭।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ে মোট ৮ উইকেট নেন ঝুলন। ODI ক্যারিয়ারে ঝুলনের সংগ্রহে মোট ২১৮টি উইকেট। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার জেস জোনাসসেন (৭২৩) ও পাকিস্তানের সানা মীর (৭১৮)।