দিল্লি, 5 মার্চ : ইতিহাস গড়লেন জয়দেব উনাদকাট ৷ ফাস্ট বোলার হিসাবে এক রণজি মরশুমে 65টি উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন তিনি ৷ 21 বছরের পুরানো রেকর্ড ভাঙলেন তিনি ৷ উনাদকাটের আগে 1998-99 মরশুমে 62 টি উইকেট নিয়েছিলেন কর্নাটকের ডোড্ডা গনেশ ৷
আসন্ন IPL -এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন জয়দেব উনাদকাট ৷ সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব রণজি সেমিফাইনালে গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে 7টি উইকেট নেন ৷ গোটা ম্যাচে নেন 10 টি উইকেট ৷ তাঁর দুরন্ত বোলিংয়ে ভর করে 92 রানে ম্যাচ জিতে রণজির ফাইনালে পৌঁছায় সৌরাষ্ট্র ৷