পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

21 বছরের রেকর্ড ভেঙে ইতিহাসে জয়দেব উনাদকাট

এক রণজি মরশুমে ফাস্ট বোলার হিসাবে সর্বাধিক উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন সৌরাষ্ট্রের জয়দেব উনাদকাট ৷ চলতি মরশুমে এখনও পর্যন্ত 65টি উইকেট তুলে নিয়েছেন তিনি ৷

image
জয়দেব উনাদকাট

By

Published : Mar 5, 2020, 9:53 AM IST

দিল্লি, 5 মার্চ : ইতিহাস গড়লেন জয়দেব উনাদকাট ৷ ফাস্ট বোলার হিসাবে এক রণজি মরশুমে 65টি উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন তিনি ৷ 21 বছরের পুরানো রেকর্ড ভাঙলেন তিনি ৷ উনাদকাটের আগে 1998-99 মরশুমে 62 টি উইকেট নিয়েছিলেন কর্নাটকের ডোড্ডা গনেশ ৷

আসন্ন IPL -এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন জয়দেব উনাদকাট ৷ সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব রণজি সেমিফাইনালে গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে 7টি উইকেট নেন ৷ গোটা ম্যাচে নেন 10 টি উইকেট ৷ তাঁর দুরন্ত বোলিংয়ে ভর করে 92 রানে ম্যাচ জিতে রণজির ফাইনালে পৌঁছায় সৌরাষ্ট্র ৷

ফাস্ট বোলার হিসাবে এক মরশুমে সর্বাধিক উইকেট তুলে নেওয়ার নিরিখে তৃতীয় স্থানে আছেন বাংলার রণদেব বোস ৷ চতুর্থ স্থানে আছেন হরশাল প্যাটেল ৷ দু’জনে যথাক্রমে এক মরশুমে 57 ও 52 টি করে উইকেট তুলে নেন ৷

সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে গুজরাতের টপ অর্ডারকে একাই ভেঙে দেন জয়দেব ৷ অন্য সেমিফাইনালে কর্নাটককে 174 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলা ৷ আগামী 9 মার্চ রণজির ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলা ও সৌরাষ্ট্র ৷

ABOUT THE AUTHOR

...view details