পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্ত্রীর সঙ্গে ম্যাজিকাল মুহূর্তের ছবি পোস্ট বুমরার, ধন্যবাদ জানালেন অনুরাগীদের - Jasprit Bumrah thanks fans for love, shares photos with wife Sanjana

পঞ্জাবি মতে 15 মার্চ গোয়ায় গাঁটছড়া বাঁধেন বুমরা-সঞ্জনা। তার পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছে এই জুটি।

bumrah
bumrah

By

Published : Mar 20, 2021, 2:39 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ : বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরা এবং তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন ৷ বিয়ে ছাড়াও রিসেপশনের ছবি পোস্ট করেছিলেন বুমরা ৷ পোস্টে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

15 মার্চ গাঁটছড়া বাঁধেন বুমরা-সঞ্জনা ৷ আপাতত ছুটিতে রয়েছেন বুমরা ৷ একদিনের সিরিজে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতীয় দলকে ৷ জীবনের এই বিশেষ মুহূর্তটা যে দারুণভাবে উপভোগ করছেন তা বুমরার পোস্টেই বোঝা গিয়েছে ৷ তিনি লেখেন, "শেষ কয়েকটা দিন এক কথায় ম্যাজিকাল ছিল ৷ এত ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ ৷"

আরও পড়ুন : মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে সঞ্চালনা, নিজ-জগতে উজ্জ্বল বুমরার স্ত্রী

15 মার্চ গোয়ায় বসেছিল বুমরা-সঞ্জনার বিয়ের আসর ৷ বিয়ে হয়েছে পঞ্জাবি মতে ৷ দুজনের পোশাকের রং ছিল একইরকম ৷ পরনে শেরওয়ানির সঙ্গে বুমরার মাথায় ছিল পাগড়ি ও হাতে তরবারি ৷ গোলাপি লেহেঙ্গায় কনে সঞ্জনাকেও দারুণ দেখাচ্ছে ৷ ইনস্টাগ্রাম ও টুইটারে বিয়ের ছবি শেয়ার করে বুমরা লেখেন, "আমরা দুজনে নতুন যাত্রা শুরু করলাম ৷ আজ আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন ৷ খুব আনন্দের সঙ্গে আপনাদের সাথে এই সুখবর ভাগ করে নিলাম ৷"

ABOUT THE AUTHOR

...view details