পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বুমরার হাত ধরেই বিশ্বকাপ জিততে পারে ভারত : ক্লার্ক - মাইকেল ক্লার্ক

বুমরার হাত ধরে ভারতে আসতে পারে তিন নম্বর বিশ্বকাপ । বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক ।

বুমরা

By

Published : Jun 25, 2019, 4:59 AM IST

সিডনি, 25 জুন : ডেথ ওভারে তাঁর অস্ত্র ইয়র্কর । বাঘা বাঘা ব্যাটসম্যানরাও থই খুঁজে পান না । বুমরাই যে ভারতীয় দলের সেরা অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না । এক মত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কেরও । তাঁর মতে, বুমরার হাত ধরে ভারতে আসতে পারে তিন নম্বর বিশ্বকাপ ।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরমেন্স করেছেন বুমরা । প্রায় প্রত্যেক ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি দিয়েছেন । যা মনে ধরেছে ক্লার্কের । PTI-কে দেওয়া সাক্ষাৎকারে ক্লার্ক ভূয়সি প্রশংসা করেছেন বুমরার । তাঁর কথায়, "অধিনায়ক হিসেবে, আপনার এমন একজন বোলার চাই, যিনি যেকোনও পরিস্থিতিতে উইকেট এনে দিতে পারেন । কোহলির দলে বুমরা তেমনই । শুরুতে বল করুক, 35 ওভারে বল করুক বা ডেথ ওভার-বুমরা ম্যাচ উইনিং বোলার । একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ।"

মাইকেল ক্লার্ক

ক্লার্কের মতে, বুমরা পারে না, এরকম কিছু নেই । তিনি বলেন, "ওঁর মধ্যে সব অস্ত্র আছে । যথেষ্ট ফিট, স্বাস্থ্য ভালো । আশা করি, ভারতের বিশ্বকাপ জয়ে ও বড় ভূমিকা নেবে । নতুন বলে গতির সঙ্গে সুইং করাতে পারে । মিডল ওভারেও অতিরিক্ত জোরে বোলিং ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে । প্রায় 150 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করে । আর ডেথ ওভারে ওর ইয়র্করগুলো ভয়ংকর । এককথায় বুমরা জিনিয়াস ।"

ABOUT THE AUTHOR

...view details