করাচি, 24 ফেব্রুয়ারি : পাকিস্তান সুপার লিগকে ঘিরে বিতর্কের শেষ নেই ৷ ম্যাচ ফিক্সিংয়ের পর এই টুর্নামেন্টে বল টেম্পারিংয়ের অভিযোগ নিয়ে সরগরম ক্রিকেট মহল ৷ পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ়ের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ৷ PSL-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেন এই ইংলিশ ওপেনার ৷ অন্যদিকে পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ়ের দল হল পেশোয়ার জালমি ৷ বিষয়টি নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ় আহমেদ নিশ্চিত করেছেন যে দুই খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ হয়েছিল ।
পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ - বল টেম্পারিংয়ের অভিযোগ পাকিস্তান সুপার লিগে
PSL-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেন ইংলিশ ওপেনার জেসন রয় ৷ অন্যদিকে পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ়ের দল হল পেশোয়ার জালমি ৷
বল টেম্পারিংয়ের অভিযোগ
ঘটনাটি ঘটে গ্ল্যাডিয়েটর্সের ইনিংসের 17তম ওভারে । জানা গিয়েছে, সেইসময় রয় ওয়াহাবকে জিজ্ঞাসা করেছিলেন, রিভার্স সুইংয়ের জন্য বল তৈরি করে নিচ্ছে কি না ৷ এতে ভীষণ ক্ষুব্ধ হন পাকিস্তান পেসার ৷ পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান সরফরাজ় আহমেদ ৷ তবে ম্যাচ রিপোর্টে বল বিকৃতির কথা স্বীকার করলেও কারও নামের উল্লেখ করেনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৷
কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, "ক্রিকেটে যখন তীব্র প্রতিযোগিতা হয় তখন এই বিষয়গুলি ঘটে ।"