পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিরাটের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি : অ্যান্ডারসন - ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন

সম্প্রতি প্রথম পেস বোলার হিসেবে টেস্টে 600 উইকেট তুলে নেওয়ার নজির গড়েছেন অ্যান্ডারসন ৷ 2014 সালে ভারতের ইংল্যান্ড সফরে মোট 10 ইনিংসে 4 বার বিরাটের উইকেট নিয়েছিলেন তিনি ৷ সিরিজ়ে মাত্র 134 রান করতে পেরেছিলেন ভারত অধিনায়ক ৷

জেমস অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসন

By

Published : Aug 31, 2020, 6:36 AM IST

লন্ডন, 30 অগাস্ট : 2014 সালে ভারতের ইংল্যান্ড সফর ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে চরম সমস্যায় ফেলেছিলেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন ৷ সিরিজ়ে চার বার কোহলিকে আউট করেছিলেন তিনি ৷ কিন্তু 2018 সালে অন্য বিরাটকে দেখেছিল ক্রিকেট বিশ্ব ৷ সেবারের ইংল্যান্ড সফরে অ্যান্ডারসনের বিক্রমকে হার মানিয়ে সিরিজ়ে সর্বোচ্চ রান করেছিলেন ভারত অধিনায়ক ৷ আগামী বছর আবার টেস্টে মুখোমুখি হতে চলেছে দুই দল ৷ আরও একবার দেখা যাবে বিরাট-অ্যান্ডারসনের দ্বৈরথ ৷ ইংল্যান্ডের পেসার বলছেন, তিনি বিরাটের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন ৷

ক্রিকেট সম্বন্ধীয় একটি পডকাস্টে অ্যান্ডারসন বলেন, ‘‘বিরাটের মতো ওই কোয়ালিটির ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করা সবসময় চ্যালেঞ্জের ৷ অবশ্যই ওর বিরুদ্ধে 2014 সালে আমার কিছু সাফল্য আছে ৷ কিন্তু সম্পূর্ণ আলাদা ক্রিকেটার হিসেবে 2018 সালে ফিরে আসে বিরাট ৷ আমি সেরা ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করা পছন্দ করি ৷ একজন বোলার হিসেবে সেরা ব্যাটসম্যানের উইকেটটাই তুলে নিতে চাই ৷’’

সম্প্রতি প্রথম পেস বোলার হিসেবে টেস্টে 600 উইকেট তুলে নেওয়ার নজির গড়েছেন অ্যান্ডারসন ৷ 2014 সালে ভারতের ইংল্যান্ড সফরে মোট 10 ইনিংসে চারবার বিরাটের উইকেট নিয়েছিলেন তিনি ৷ সিরিজ়ে মাত্র 134 রান করতে পেরেছিলেন ভারত অধিনায়ক ৷ কিন্তু 2018 সালে ইংল্যান্ড সফরে মেজাজে দেখা যায় বিরাটকে ৷ সিরিজ়ে 2টি শতরান ও 3টি অর্ধশতরান সহ 593 রান করেছিলেন তিনি ৷

অ্যান্ডারসনের মতে ওই চার বছরে বিরাট দুরন্ত উন্নতি করেছিলেন ৷ বলেন, ‘‘আমি মনে করি ও দারুণভাবে বল ছাড়ছিল ৷ প্রথমবার যখন বিরাট আসে আমি আউটসুইং করি । ও একটু তাড়াতাড়ি বল তাড়া করে ৷ তাই বারবার ব্যাটের কানায় লেগে বল স্লিপে কিংবা কিপারের কাছে যাচ্ছিল ৷’’

ABOUT THE AUTHOR

...view details