পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্রডের বাদ পড়া ইংল্য়ান্ডের বোলিং শক্তির প্রমাণ, দাবি আন্ডারসনের

ব্রড বলেন, দলে থাক নিয়ে তাঁকে পজ়িটিভ ফিডব্যাক দেওয়া হয় ৷ এমনকী স্টপগ্যাপ অধিনায়ক বেন স্টোকসও তাঁকে বলেন ইংল্যান্ড একজন অতিরিক্ত পেসার নিয়ে খেলবে ৷

image
জেমস আন্ডারসন

By

Published : Jul 11, 2020, 8:24 PM IST

সাউদাম্পটন, 11 জুলাই : ঘরের মাঠে টানা 51 টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৷ কিন্তু কোরোনা পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে সাইড লাইনে বসতে হয়েছে স্ট্রুয়ার্ট ব্রডকে ৷ স্বভাবতই হতাশাগ্রস্ত গত দুই বছরে ইংল্যান্ড টেস্ট বোলিংয়ে অন্যতম অস্ত্র ৷ নিজের হতাশা লুকোননি ৷ তবে অন্যতম ইংল্যান্ড পেসার জেমস আন্ডারসন বলছেন, এতে ইংল্যান্ড বোলিংয়ের শক্তি বোঝা যায় ৷

প্রথম টেস্টের তৃতীয় দিনর শেষে সাংবাদিকদের আন্ডারসন বলেন, ‘‘ প্রথম একাদশ থেকে বাদ পড়ায় ব্রড হতাশ হয়ে পড়েছে ৷ কিন্তু এটা আমাদের বোলিংয়ের শক্তি প্রমাণ করে ৷ এটা ইংল্যান্ডের জন্য ভালো খবর যে প্রথম একাদশ থেকে বাদ পড়ে ব্রড হতাশ হয়েছে ৷ স্ট্রুয়ার্টের এই হতাশা প্রমাণ করে প্রথম একাদশে থাকতে এবং ইংল্যান্ডের সাফল্যের অংশ হতে মরিয়া ছিলেন তিনি ৷ তাই এটা ইংল্যান্ডের কাছে একটি পজ়িটিভ দিক ৷’’

কোরোনা প্যান্ডেমিকের পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়া তাঁকে হতাশা গ্রাস করেছে ৷ দল থেকে বাদ পড়ার ধাক্কা সামলাতে তাঁর বেশ খানিকটা সময় লেগেছে ৷ স্কাই স্পোর্টসে স্ট্রুয়ার্ট ব্রড বলেন,‘‘ আমি সাধারণত সংবেদনশীল ব্যক্তি নই ৷ কিন্তু শেষ কয়েক দিন আমি কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি ৷ সত্যি বলতে কী আমি হতাশ হয়ে পড়েছিলাম ৷ আমি একই সঙ্গে হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছি কারণ এটি আমার কাছে বেশ কঠিন সিদ্ধান্ত ৷ শেষ দুই বছর সম্ভবত আমি আমার সেরা ফর্মে আছি ৷ আমি মনে করি প্রথম একাদশে আমার জায়গা পাওয়া উচিত ছিল ৷ ক্রিস ওকস ও স্যাম কুরানও দুরন্ত বোলিং করেছেন ৷ এবং তাঁরাও দলে জায়গা পাওয়ার যোগ্য ৷ তাই এটা মেনে নেওয়া বেশ কঠিন ৷’’

ব্রড বলেন, দলে থাকা নিয়ে পজ়িটিভ ফিডব্যাক দেওয়া হয় ৷ এমনকী স্টপগ্যাপ অধিনায়ক বেন স্টোকসও তাঁকে বলেন ইংল্যান্ড একজন অতিরিক্ত পেসার নিয়ে খেলবে ৷ কিন্তু তারপরও প্রথম টেস্টে দলে জায়গা হয়নি ব্রডের ৷

ABOUT THE AUTHOR

...view details