কেপটাউন, 23 অগাস্ট : সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয় তাঁকে ৷ দীর্ঘ ক্রিকেট জীবনে অনেক মণিমুক্তো কুড়িয়েছেন ৷ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক কালিসের মুকুটে যোগ হল আরও একটি পালক ৷ 2020 ICC-র হল অফ ফেমে ঢুকে পড়লেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার ৷ তাঁর পাশাপাশি হল অফ ফেমে অন্তর্ভুক্তি হয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার লিজ়া স্থালেকর ও রান মেশিন নামে খ্যাত প্রাক্তন পাক ব্যাটসম্যান জাহির আব্বাস ৷
প্রতিবছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বিশ্বের খ্যাতনামা প্রাক্তন ক্রিকেটারদের এই সম্মান তুলে দেওয়া হয় ৷ চলতি বছরে হল অফ ফেমে ঢুকে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ জ্যাক কালিস ৷ তাঁর আগে দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রিকেটার এই সম্মান পেয়েছেন ৷ গ্রেম পোলক, পেস কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ও ব্যাটিং লেজেন্ড ব্যারি রিচার্ডসের পর চতুর্থ প্রোটিয়া ক্রিকেটার হিসেবে হল অফ ফেমের স্বীকৃতি পেলেন কালিস ৷