দিল্লি, 26 অগাস্ট : অ্যাসেজের তৃতীয় টেস্টে অভাবনীয় জয় পেয়েছে ইংল্যান্ড । বেন স্টোকসের দুর্ধর্ষ ইনিংস দাগ কেটেছে সবার মনে । তিনি তো চ্যাম্পিয়নের মতোই খেলছেন । তবে, আর একজনের পারফরমেন্সের কথা না বললেই নয় । তিনি জ্যাক লিচ । ইংল্যান্ড স্পিনার । তাঁকে ক্রিকেট সমর্থকরা মনে রাখবেন অন্য এক কারণে । 11 নম্বরে যখন ব্যাট করতে এসেছিলেন তখন দল হারের মুখে । বাকি 73 রান । ক্রিজ়ে রয়েছেন স্টোকস । তাঁর কাজ ছিল স্টোকসকে সহায়তা করা । করেছেন । চার-ছয়ের ফুলঝুড়ি ফুটিয়ে ম্যাচ বের করলেন স্টোকস । কিন্তু, লিচ খেললেন তার থেকেও পরিণত ইনিংস । মাত্র 1 রান করেছেন । খেলেছেন 17টা বল । আর ইংল্যান্ড সমর্থকরা মনে করছেন, এই 17 বলই তাঁদের ম্যাচ জিতিয়েছে ।
লিচ চশমা পরেন । কাল যখন কামিন্স, হেজ়েলউডরা আগুনে বোলিং করছিলেন, তখন তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান । প্রত্যেক বল খেলার আগে একবার করে চোখ মুছছিলেন । মানে চশমাটা পরিষ্কার করে নিচ্ছিলেন আর কী । 145 কিলোমিটার গতিবেগে বল আসছে । আর তিনি ঠুকছেন । ফের চশমা পরিষ্কার করছেন । তাঁর এই 'কর্মকাণ্ড' অনেকেরই চোখ এড়ায়নি । চোখ এড়ায়নি স্টোকসেরও । ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে তাই তিনি একটি মজার টুইট করেন । লেখেন, 'স্পনসর স্পেসেভারসকে অনুরোধ করব লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দিন ।' জবাব দেয় অ্যাসেজের স্পনসর স্পেসেভারসও । লেখে, 'আমরা জ্যাক লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দেব ।'