পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

1 রানের "দুর্ধর্ষ" ইনিংস, সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা পাবেন জ্যাক লিচ ! - Jack Leach to get free spectacles for life, says official sponsor of Ashes

জ্যাক লিচ চশমা পরেন । কাল যখন কামিন্স, হেজ়েলউডরা আগুনে বোলিং করছিলেন, তখন তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান । প্রত্যেক বল খেলার আগে একবার করে চোখ মুছছিলেন । মানে চশমাটা পরিষ্কার করে নিচ্ছিলেন । ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে স্টোকস মজার টুইট করে লেখেন, 'স্পনসর স্পেসেভারসকে অনুরোধ করব লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দিন ।' জবাব দেয় অ্যাসেজের স্পনসর স্পেসেভারসও । লেখে, 'আমরা জ্যাক লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দেব ।'

ফাইল ফোটো

By

Published : Aug 26, 2019, 9:30 AM IST

দিল্লি, 26 অগাস্ট : অ্যাসেজের তৃতীয় টেস্টে অভাবনীয় জয় পেয়েছে ইংল্যান্ড । বেন স্টোকসের দুর্ধর্ষ ইনিংস দাগ কেটেছে সবার মনে । তিনি তো চ্যাম্পিয়নের মতোই খেলছেন । তবে, আর একজনের পারফরমেন্সের কথা না বললেই নয় । তিনি জ্যাক লিচ । ইংল্যান্ড স্পিনার । তাঁকে ক্রিকেট সমর্থকরা মনে রাখবেন অন্য এক কারণে । 11 নম্বরে যখন ব্যাট করতে এসেছিলেন তখন দল হারের মুখে । বাকি 73 রান । ক্রিজ়ে রয়েছেন স্টোকস । তাঁর কাজ ছিল স্টোকসকে সহায়তা করা । করেছেন । চার-ছয়ের ফুলঝুড়ি ফুটিয়ে ম্যাচ বের করলেন স্টোকস । কিন্তু, লিচ খেললেন তার থেকেও পরিণত ইনিংস । মাত্র 1 রান করেছেন । খেলেছেন 17টা বল । আর ইংল্যান্ড সমর্থকরা মনে করছেন, এই 17 বলই তাঁদের ম্যাচ জিতিয়েছে ।

লিচ চশমা পরেন । কাল যখন কামিন্স, হেজ়েলউডরা আগুনে বোলিং করছিলেন, তখন তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান । প্রত্যেক বল খেলার আগে একবার করে চোখ মুছছিলেন । মানে চশমাটা পরিষ্কার করে নিচ্ছিলেন আর কী । 145 কিলোমিটার গতিবেগে বল আসছে । আর তিনি ঠুকছেন । ফের চশমা পরিষ্কার করছেন । তাঁর এই 'কর্মকাণ্ড' অনেকেরই চোখ এড়ায়নি । চোখ এড়ায়নি স্টোকসেরও । ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে তাই তিনি একটি মজার টুইট করেন । লেখেন, 'স্পনসর স্পেসেভারসকে অনুরোধ করব লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দিন ।' জবাব দেয় অ্যাসেজের স্পনসর স্পেসেভারসও । লেখে, 'আমরা জ্যাক লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দেব ।'

অ্যাসেজ় সিরিজ়ের প্রথম টেস্টে জয়ী হয় অস্ট্রেলিয়া । দ্বিতীয় টেস্ট ড্র হয়েছিল । তৃতীয় টেস্টে একপ্রকার হারের মুখে ছিল ইংল্যান্ড । 359 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 286 রানে 9 উইকেট হারায় । তারপরও স্টোকস-লিচ জুটি ম্যাচ বের করে ।

লিচের ব্যাটের হাত নেহাত খারাপ নয় । এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নাইটওয়াচম্যান হিসেবে নেমে 92 রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি ।

For All Latest Updates

TAGGED:

Ben Stokes

ABOUT THE AUTHOR

...view details