পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এক থ্রোয়ে বাজিমাত, ব্যর্থ গাপটিলই সেমিফাইনালের নায়ক ! - নিউজ়িল্যান্ড

ব্যাটিংয়ে ব্যর্থ । কিন্তু, নিশানায় নয় । তাঁর থ্রোই ফিরিয়ে দেয় ধোনিকে । সেই সঙ্গে সেমিফাইনাল জয়ের আশাও শেষ হয় দেশবাসীর । ব্যর্থ গাপটিলই সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের নায়ক ।

ধোনি

By

Published : Jul 10, 2019, 11:20 PM IST

Updated : Jul 10, 2019, 11:51 PM IST

ম্যানচেস্টার, 10 জুলাই : রস টেলরকে দুরন্ত থ্রোয়ে রান আউট করা ছাড়াও ল্যাথামের দুরন্ত ক্যাচে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা । দলের ব্যাটিং বিপর্যয়ে মারকুটে ৭২ রান পুরো দলকে তাতিয়ে দিয়েছিল । কিন্তু ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরমেন্স করেও রবীন্দ্র জাদেজা গ্যালান্ট লুজ়ারের দলে। নিউজ়িল্যান্ডের দুরন্ত জয়ে বড় ভূমিকা নিলেন মার্টিন গাপটিল । চারবছর আগে বিশ্বকাপে কিউয়ি ওপেনার ৫৪৭ রান করেছিলেন যা নিউজ়িল্যান্ডকে প্রথমবার ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল । এবছর ইংল্যান্ডের মাটিতে মার্টিন গাপটিল যেন স্কোরিং ব্যাটটা নিয়ে আসতে ভুলে গেছেন । নয় ম্যাচে ১৬৮ রান করা কিউয়ি ওপেনারকে ঘিরে তা সত্ত্বেও উচ্ছ্বাস কিউয়ি শিবিরে ।

গাপটিলের থ্রোয়ে প্যাভিলিয়নে ফিরলেন ধোনি

ইনিংসের শেষ ভাগে মহেন্দ্র সিং ধোনি যখন খোলস ছেড়ে মারতে শুরু করেছেন তখনই অব্যর্থ টিপে তাঁকে রান আউট করেন গাপটিল । যা নিউজ়িল্যান্ডের জয় নিশ্চিত করে দেয় । এবার ফাইনাল । কিউয়ি ওপেনার রানে ফিরবেন কি না সময় বলবে । কিন্তু ফিল্ডিংয়ে ক্ষিপ্র গতি ও ক্যাচ ধরার অবিশ্বাস্য ক্ষমতা গাপটিলকে দলে একটা আলাদা জায়গা করে দিয়েছে। তাই নিউজ়িল্যান্ডের ফের ফাইনালে ওঠার অন্যতম কারিগর গাপটিল । ব্যাট হাতে হয়তো পারেননি, কিন্তু এক থ্রোয়ে বাজিমাত করলেন যে তিনিই । নিউজ়িল্যান্ড সমর্থকদের কাছে তিনিই বাজিগর ।

Last Updated : Jul 10, 2019, 11:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details