পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুযোগ পেলে ভারতীয় টেস্ট দলে ওপেন করতে চান ওয়াশিংটন - ওয়াশিংটন সুন্দর

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে অভিষেক করেই সাড়া ফেলে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর ৷ গাব্বার বাউন্সি পিচে 62 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷ সুন্দর এক সাক্ষাৎকারে জানান, ‘‘ভারতের হয়ে টেস্ট ম্য়াচে আমি যদি ওপেন করার সুযোগ পাই, তবে, আমার কাছে তা আর্শীবাদ স্বরূপ হবে ৷ আমি মনে করি, সুযোগ পেলে আমি সেই চ্য়ালেঞ্জটা অবশ্য়ই গ্রহণ করব ৷’’

it-would-be-a-blessing-if-i-ever-open-batting-in-tests-washington-sundar
সুযোগ পেলে ভারতীয় টেস্ট দলে ওপেনিং করতে চান ওয়াশিংটন

By

Published : Jan 24, 2021, 5:34 PM IST

দিল্লি, 24 জানুয়ারি : ভারতীয় টেস্ট দলে ওপেনিং করার সুযোগ পেলে নিজেকে ভাগ্য়বান বলে মনে করবেন ওয়াশিংটন সুন্দর ৷ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন সদ্য় অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলে ডেবিউ করা ওয়াশিংটন সুন্দর ৷ প্রসঙ্গত, ড্রেসিং রুমে কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে, তাঁর শুরুর দিনে 10 নম্বর ব্য়াটসম্য়ান থেকে ওপেনার হওয়ার গল্প শুনে এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন ওয়াশিংটন সুন্দর ৷

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে অভিষেক ম্যাচেই সাড়া ফেলে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর ৷ গাব্বার বাউন্সি পিচে 62 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷ সুন্দর ওই সাক্ষাৎকারে জানান, ‘‘ভারতের হয়ে টেস্ট ম্য়াচে আমি যদি ওপেন করার সুযোগ পাই, তবে, আমার কাছে তা আর্শীবাদ স্বরূপ হবে ৷ আমি মনে করি, সুযোগ পেলে আমি সেই চ্য়ালেঞ্জটা অবশ্য়ই গ্রহণ করব ৷ যেমনটা আমাদের কোচ রবি শাস্ত্রী নিজের খেলোয়াড় জীবনে করেছিলেন ৷’’

এরপরই তিনি জানান, ড্রেসিংরুমে তরুণদের উৎসাহিত করতে কোচ রবি শাস্ত্রী নিজের ক্রিকেটার জীবনের কথা শুনিয়েছিলেন ৷ এ নিয়ে ওয়াশিংটন সুন্দর বলেন, ‘‘রবি স্য়ার আমাদের অণুপ্রেরণামূলক গল্প শুনিয়েছেন তাঁর খেলোয়াড় জীবনের ৷ কীভাবে তিনি একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে ডেবিউ করেছিলেন এবং 4 উইকেট নিয়েছিলেন ৷ ব্য়াট করতে নেমেছিলেন 10 নম্বরে ৷ এবং সেখান থেকে একজন টেস্ট ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন ৷ এমনকী সেই সময়ের সেরা পেস বোলারদের মুখোমুখি হয়েছিলেন ৷ তাই সুযোগ পেলে আমিও টেস্টে ওপেনার হিসেবে ব্য়াট করতে নামব ৷’’

আরও পড়ুন : অজ়ি দুর্গে সিরিজ় জয় সম্পন্ন, ঘরে ফিরলেন অশ্বিন-ওয়াশিংটনরা

ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়েও ওয়াশিংটন সুন্দরকে 18 জনের দলে রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details